জানা যায় আহত ওই ব্যক্তি মাথায় এবং হাতে চোট পান । এলাকার স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। সোমবার বেলিয়াতোড় থানার পুলিশ প্রবীর মন্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার কাছে উদ্ধার করা হয়েছে আহত করার সেই কাটারিটি। মঙ্গলবার ধৃত ওই ব্যক্তিকে বাঁকুড়া জেলা আদালতের তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
advertisement
আরও পড়ুন: প্রেমে প্রত্যাখান! বাঁচাও বাঁচাও চিৎকার যুবতীর! ঘটল ভয়াবহ ঘটনা
আহত মদের দোকানের ম্যানেজার শীতল ঘোষের ভাইপো তন্ময় ঘোষ বলেন সোমবার দুপুর নাগাদ খবর পায় তার কাকুকে প্রবীর মন্ডল নামে এক ব্যক্তি কাটারি দিয়ে আঘাত করেছে। তবে আঘাত করা ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল বলে তিনি দাবি করেন। আর মদের দোকানে ধার চাইতে গিয়েছিলেন ওই মদ্যপ ব্যক্তি! তার কাকু তাকে ধার না দেওয়ায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তারা চাইছেন দোষী ওই ব্যক্তি প্রবীর মন্ডলের যাবজ্জীবন যেন সাজা হয়। দিন দুপুরে এই ভয়ংকর দৃশ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। গ্রামবাসীদের দাবি তাদের ছেলেমেয়েরা এই পথ দিয়েই স্কুল কলেজ যায় যে কোনও সময় মদ্যপদের কবলে পড়ে তারা দুর্ঘটনার শিকার হতে পারে।
জয়জীবন গোস্বামী