পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো, পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনা, এবং তার সঙ্গে রয়েছে জঙ্গলের পথ জুড়ে হুলা পার্টির সদস্যদের টহল। প্রয়োজনীয় সব রকমই নিরাপত্তার ব্যবস্থাও করেছে বন দফতর। বড়জোড়ার শীতলা বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র গোদারডিহি হাই স্কুলে। দীর্ঘ বিপজ্জনক জঙ্গলপথ পেরিয়ে বন দফতর তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে। এই বছর প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কারণ ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা করোনার জন্য ভেস্তে যায়। জীবনের প্রথম বড় পরীক্ষায় বন দফতরকে পাশে পেয়ে আপ্লুত ছাত্র-ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন - Crime News: প্রথমে বন্ধুত্ব জমানো তারপর নেশার দ্রব্যে মাদক মেশানো, ময়দানে তুলকালাম
বন দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া, বেলিয়াতোড় ও সোনামুখী রেঞ্জ এলাকায় প্রায় ৮০ টি হাতি রয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উত্তর বঙ্গে হাতির হানায় এক পরীক্ষার্থীর মৃত্যুর পর আরো বেশী সতর্ক বন দফতর।
আরও পড়ুন - Malda News: প্রতিবেশীর কুপ্রস্তাবে না গৃহবধূর, চরম রাগে বাড়িতেই আক্রমণ, ক্ষতি হল বিস্তর
বনদপ্ওরের বেলিয়াতোড় রেঞ্জ অফিসার মহিবুল ইসলাম বলেন, বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২২ টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ঐ গাড়ি গুলি পরীক্ষার্থীদের যেমন নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে, তেমনি পরীক্ষা শেষে তাদের বাড়িতেও ফিরিয়ে আনবে বলে তিনি জানান।
Nilanjan Banerjee