এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) বিবেক ভার্মা, ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন দুই থেকে তিন মাসের মধ্যে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া 200 টি মোবাইল সংশ্লিষ্ট মোবাইলের মালিকদের হাতে তুলে দেওয়া হলো । মোবাইল এখনকার দিনে একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এবং তা হারিয়ে যাবার ফলে অনেক মানুষের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।
advertisement
আরও পড়ুনঃ অস্তিত্বের সংকটে বিষ্ণুপুরের লন্ঠন শিল্প
বাঁকুড়া জেলা পুলিশ মোবাইল উদ্ধারের কাজ লাগাতার চালিয়ে যাচ্ছে। এবং আশা করি আগামী দিনে আরও চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিতে পারব সংশ্লিষ্ট মোবাইল মালিকদের হাতে। এই 200 টি মোবাইল জেলার বিভিন্ন থানা থেকে অভিযোগের ভিত্তিতেই উদ্ধার করা হয়েছে। তারমধ্যে বাঁকুড়া সদর থানার মোবাইল হারানোর সংখ্যা বেশি রয়েছে 32 টি। তা ছাড়াও রয়েছে ওন্দা বিষ্ণুপুর শালতোড়া সহ বিভিন্ন থানা থেকে আসা।
আরও পড়ুনঃ আধুনিকতার ছোঁয়ায় ভাটা পড়েছে পটুয়াদের পট শিল্পে
এই মোবাইল উদ্ধার করতে গিয়ে অনেক মোবাইল চোরদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান। তবে তিনি চোরদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন মোবাইল চুরি বা এলাকায় যদি কেউ কোন অসামাজিক কাজকর্ম করেন তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।এইদিকে হারানো ফোন আবার ফিরে পেয়ে বেজায় আপ্লুত মোবাইল ফিরে পাওয়া ব্যাক্তিরা। তারা ধন্যবাদ জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশকে।
Joyjiban Goswami