সামান্য এক মুঠো চিঁড়ের টানে সমস্ত সম্প্রদায়ের মানুষের যুথবদ্ধভাবে উৎসবে মেতে ওঠার এই অনন্য দৃশ্য দেখা যায় বাঁকুড়ার ইন্দাসে। সেখানকার হিয়াত নগরে অবসূ সত্যপীর বাবার আস্তানায় বসে এই অভিনব মিলন মেলার আসর।
দেশ স্বাধীন হওয়ার আগের থেকে এই মেলা চলে আসছে। প্রায় একশো বছরের ইতিহাস। আজও চলে আসছে সকলে মিলে চিঁড়ে মেখে খাওয়ার রীতি। এই হিয়াতনগর একটি অতি জনপ্রিয় ধর্মস্থান। সেখানেই প্রতিবছর পৌষ মাসের ২০ তারিখের পর যেকোনও এক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। সকলে একসঙ্গে বসে দুধ, দই দিয়ে চিঁড়ে ও ফলমূল মেখে খান। এই মিলন উৎসবকে কেন্দ্র করে ছোট্ট একটা মেলাও বসে।
advertisement
আরও পড়ুন: আবাস তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
সত্যপীর বাবার আস্তানায় আয়োজিত এই মিলন মেলায় অনায়াসেই পরিবারকে নিয়ে কয়েক ঘণ্টা কাটানো যায়। আশপাশের গ্রাম থেকে সমস্ত জাতি ও ধর্মের মানুষ ঐদিন সেখানে এসে হাজির হন। সকলে একত্রিত হয়ে নিষ্ঠাভরে পুজো দেন। তারপর শুরু হয় চিঁড়ে মেখে খাওয়ার অনুষ্ঠান।
এই বছরেও যথারীতি এই মিলন মেলা আয়োজিত হয়েছে এবারে মানুষের ভিড় এমনিতেই একটু বেশি ছিল সকলেই চিরাচরিত রীতি মেনে চিঁড়ে মেখে খান।
নীলাঞ্জন ব্যানার্জি