পুলিশের তরফে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। সংশ্লিষ্ট বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দ্বারকেশ্বর নদীতে উদ্ধার কাজে নামেন। কয়েক ঘন্টার তল্লাশি অভিযান চালিয়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! জলে ডুবে মৃত্যু এক স্কুল ছাত্রের!
মৃতদেহটি উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। জন্মাষ্টমীর সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শ্যামল কারক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন প্রতিদিনের মতো সীমা দত্ত নামে ওই মহিলা শুক্রবার কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী ঘাটে স্নান করতে এসেছিলেন।
আরও পড়ুনঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে চালু বাঁকুড়া-ময়নাপুর মেমু স্পেশাল ট্রেন
নদীর চরা স্রোতে হঠাৎই তলিয়ে যান তিনি। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণের চেষ্টায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ওই মহিলার মৃতদেহটি উদ্ধার করেন। বৃহস্পতিবার দিন একইরকম ভাবে এই দ্বারকেশ্বরে স্নান করতে নেমে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে বাঁকুড়া শহরে।
Joyjiban Goswami