advertisement
আরও পড়ুন জলে ডুবে গিয়েছে পুরীর জগন্নাথের রথের চাকা, ঘটনার সাক্ষী এই টলি অভিনেত্রী
বকুলের চরিত্রে অভিনয় করছেন উষসী রায় ৷ অফস্ক্রিন মেকআপ ছাড়া ছবি পোস্ট করেছেন উষসী ৷ সঙ্গে তাঁর প্রিয় মানুষ ৷ ভাগ্নে এবং ভাগ্নির সঙ্গে সময় কাটাচ্ছেন টেলিভিশনের ব্যস্ত নায়িকা ৷ বাড়িতে ছুটির মেজাজে ৷ দেখে বোঝার উপায় নেই, এই উষসীই টেলিভশনের বকুল ৷ তাঁর ভাগ্নে এবং ভাগ্নি খুব প্রিয় ও দারুণ আদরের, সেটা নিজেই জানিয়েছেন টিভির বকুল ৷ তিনি লিখছেন লাভ অফ মাই লাইফ ৷ যার বাংলা তর্জমা দাঁড়ায় আমার জীবেনর প্রেম ! অর্থাৎ বুঝলেন তো এখন কে এই মেয়ের ভালবাসার পাত্র !
আরও পড়ুন ‘কেন তুমি ফিরলে না আর ?’ প্রসেনজিৎকে বিস্ফোরক প্রশ্ন ঋতুপর্ণার
আপাতত সিরিয়ালের জগৎ-এ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বকুল কথা ৷ বকুলের চরিত্রে উষসীও এখন প্রায় ঘরের মেয়েই হয়ে গিয়েছে ৷