TRENDING:

Viral News: গভীর জঙ্গলে দেবীর দর্শন পেতে প্রতিদিনই বাড়ছে ভিড়, কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:

Viral News: সময় বিশেষে মুককিড়ি পোচাম্মা ভরও করেন দেয়াসিনীর শরীরে, তখন মুসালাম্মার মুখ দিয়েই নির্গত হয় ভক্তের পাপ-পুণ্যের হিসেব এবং ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকা গোপন সত্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুলুগু: সুপ্রাচীন এক ধর্মভূমি এই দেশ। তার কোন কোণে কোন মন্দির লুকিয়ে, তা ঠাহর করাও অসম্ভব। বিশেষত দক্ষিণ ভারতের অরণ্যাঞ্চলে এমন প্রচুর মন্দির রয়েছে আদিবাসীদের। নিউজ ১৮ পেয়েছিল তেমনই এক মন্দিরের সন্ধান। কিন্তু প্রথম পর্বে তিন-চার বার চেষ্ঠা করে গহন অরণ্যে সেই মন্দির খুঁজে বের করা যায়নি। অবশেষে অরণ্যের বাইরের গ্রামে অবস্থিতদের জিজ্ঞাসাবাদ করে নিউজ ১৮-এর একটি দল পৌঁছতে সফল হয় মুলুগু জেলার মাঙ্গাপেট মণ্ডলের কোমিতিপল্লী গ্রামের কাছে অবস্থিত মুককিড়ি পোচাম্মা মন্দিরে। লোকবিশ্বাস- এই দেবীর দর্শনমাত্রেই মনের ইচ্ছে পূরণ হয় দম্পতিদের।
মুলুগু জেলার ফাইল ছবি
মুলুগু জেলার ফাইল ছবি
advertisement

বিশেষ করে বুধ, বৃহস্পতি এবং রবিবারে অরণ্যে যেন দর্শনার্থীদের মেলা বসে যায়। দেখা যায়, কেউ বা এসেছেন মনোস্কামনা পূর্ণ হওয়ার পরে পূজা দিতে, কেউ বা আবার দেবীর দরবারে নিজের দুঃখের কথা জানিয়ে ফুল দিয়ে যান। কারও মনোস্কামনাই যে অধরা থাকে না, সে কথা জানিয়েছেন মন্দিরের বৃদ্ধা দেয়াসিনী মুসালাম্মা। ৮০ বছরের এই বৃদ্ধাই দেবীর সেবা করেন, মন্দিরের দেখভাল করেন। সময় বিশেষে মুককিড়ি পোচাম্মা ভরও করেন দেয়াসিনীর শরীরে, তখন মুসালাম্মার মুখ দিয়েই নির্গত হয় ভক্তের পাপ-পুণ্যের হিসেব এবং ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকা গোপন সত্য।

advertisement

আরও পড়ুন: ‘ভাইরাল’ বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?

আরও পড়ুন: শরীরে নেই কোনও কাঁটা, অথচ বিরাট দাঁত! সমুদ্রতটে বিরল মাছ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দেবী এত জাগ্রত হলেও এই মন্দিরে কিন্তু তাঁর কোনও বিগ্রহ নেই। কেন নেই, সেই রহস্য নিউজ ১৮-এর কাছে উদঘাটন করেছেন দেয়াসিনী মুসালাম্মা। জানিয়েছেন যে বেশ কয়েকশো বরছর আগে অরণ্যে এই স্থানেই মুককিড়ি পোচাম্মাকে সমাধিস্থ করা হয়। তাঁর অতি পুণ্য সেই সমাধিই পূজা করা হয় বিগ্রহ রূপে। এই মাটির স্তূপে বাস করে এক বিশালাকার মহাবিষধর গোখরো সাপও, তবে সে কোনও দিন কোনও ভক্ত বা তাঁর ক্ষতি করেনি বলেই জানিয়েছেন মুসালাম্মা।

advertisement

মুলুগুর জঙ্গলে তাই ভক্তের আনাগোনা লেগেই থাকে। দেবীর কাছে সন্তানের আবদার করতে হোক বা মনোস্কামনা পূর্ণ হলে কৃতজ্ঞতা জানাতে হোক, অবিরল দর্শনার্থীর আগমনে জেগে থাকে মুককিড়ি পোচাম্মার সমাধি মন্দির।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেণু মেদিপল্লী

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Viral News: গভীর জঙ্গলে দেবীর দর্শন পেতে প্রতিদিনই বাড়ছে ভিড়, কারণ জানলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল