ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৬, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারেন কিংবা পারেন না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
আরও পড়ুন: জীবনের উত্থান-পতনে পরস্পর হাত ধরে চলে এই দুই সংখ্যা, আপনার সংখ্যা কত জানুন
এই হিসেবে সংখ্যা ৬ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে। আবার অন্য দিকে সংখ্যা ৮-এর জাতক-জাতিকা তাঁরাই, যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে। এঁরা সংখ্যা ৬-এর পক্ষে উপযুক্ত। কারণ-
- এই দুই সংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে সম্পর্কের বন্ধন এতটাই মজবুত থাকে, যা সহজে ভাঙা যায় না। কারণ সংখ্যা ৮ খুবই কঠোর জীবনযাপন করে। তবে সংখ্যা ৬-এর সাহচর্যে এরা জীবনে বিলাসিতা এবং সুযোগ লাভ করতে পারে।
- যদি কারওর অধিপতি সংখ্যা ৬ এবং সংখ্যা ৮ হয়, তাহলে সেই মানুষটা অঙ্গীকারবদ্ধ এবং বিশ্বস্ত প্রকৃতির হয়। সমস্ত ক্ষেত্রে তাঁরা আদর্শ সঙ্গী হতে পারেন।
আরও পড়ুন: ঠিক এক মাস আগে ভয়াবহ হৃদরোগে আক্রান্ত হন, এখন কেমন আছেন সুস্মিতা সেন?
- সকলকে সাহায্য করেন এবং উদার প্রকৃতির হন। ফলে সমাজে বহু মানুষের আশীর্বাদ লাভ করতে পারেন এঁরা।
- ধাতু ও হিরে প্রস্তুতকারী ব্যবসা আর প্রতিরক্ষা পরিষেবা সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ, পাইলট, ডিজাইনার, রেস্তোরাঁ, ব্রোকার, বিজ্ঞাপন, ডাক্তার এবং ক্রীড়াবিদরা নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত ভাবে প্রতিষ্ঠিত হতে পারেন।
- সঙ্গী হিসেবে যাঁদের এই দুই সংখ্যা থাকে, তাঁরা একে অপরকে সমর্থন করেন। আর গোটা জীবন একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকেন। তবে মনে রাখতে হবে যে, বৈবাহিক জীবনে সংখ্যা ৬ কিন্তু সমস্যা তৈরি করতে পারে।
শুভ রঙ: নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৫ এবং ৬
দান: অনুগ্রহ করে ভিক্ষুকদের মিষ্টি দান করুন
আবার, সংখ্যা ৯, যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে, তাঁরা সংখ্যা ৬-এর পক্ষে দারুন উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন।
কারণ-
- সংখ্যা ৯ এবং সংখ্যা ৬ যদি পাশাপাশি থাকে, তাহলে এরা একে অপরকে দুর্দান্ত ভাবে সঙ্গ দিতে পারে, বিশেষ করে প্রয়োজনের সময়।
- এঁরা সাধারণত দারুন সৃজনশীল। আবার দুই সংখ্যার জাতক-জাতিকারা শিল্পী সত্তার অধিকারী হন। ফলে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে সংখ্যা ৬ এবং সংখ্যা ৯ দারুন নাম এবং খ্যাতি লাভ করতে পারে।
- সংখ্যা ৯-এর জাতক-জাতিকা অধিকাংশ ক্ষমতাশালী মানুষই নিজেদের গাড়ির নম্বরের সংখ্যার যোগফল ৬ রাখতেই পছন্দ করে।
- এই দুই সংখ্যার মিশেল বৈবাহিক সম্পর্কের জন্যও দুর্দান্ত। মনে রাখতে হবে যে, উভয় সংখ্যার জাতক-জাতিকা দম্পতিদের নিজেদের রোজনামচার অংশে সঙ্গীতকে রাখা উচিত। সেই সঙ্গে মঙ্গল গ্রহের নিয়ম-আচার পালন করতে হবে।
- জীবনের প্রাথমিক ২০ বছর কেটে যাওয়ার পর থেকে এঁরা সেরা সময় কাটাতে শুরু করেন।
শুভ রঙ: বাদামী এবং পার্পল
শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার
শুভ সংখ্যা: ৯ এবং ৬
দান: অনুগ্রহ করে আশ্রমে গম এবং স্টেশনারি সামগ্রী দান করুন।