সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নেওয়া যাক ২৫ তারিখ জন্মদিন হলে কেমন হতে পারে জাতক-জাতিকার জীবন—
এই দিনের জাতক-জাতিকাদের জন্মসংখ্যা ৭, যা কেতুর দ্বারা নিয়ন্ত্রিত। সেক্ষেত্রে জাতক-জাতিকার চরিত্রে বেশ কিছু সদগুণ যেমন দেখা যায়, তেমনই কিছু খামতিও থাকে। দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: আংরাভাসা নদীর ধারে বসে চা বাগানের ম্যানেজার ঠাকুরদাই স্বপ্ন দেখা শিখিয়েছিলেন সমরেশ মজুমদারকে…
advertisement
চারিত্রিক বৈশিষ্ট্য:
যাঁদের জন্ম ২৫ মে তাঁরা খুবই বাস্তববাদী চিন্তা করতে অভ্যস্ত, যুক্তিই এঁদের প্রধান অস্ত্র। সাহসী ও দৃঢ় পদক্ষেপ করতে পারেন যেকোনও জায়গায়। এঁরা খুবই প্রতিভাবান হয়ে থাকেন। এঁদের বাগ্মী স্বভাব সকলের কাছে জনপ্রিয় করে তোলে। সৌভাগ্য সব সময় সঙ্গে থাকে। এঁদের মধ্যে একটা কৌতুহলী মনোভাব সব সময় বজায় থাকে। পাশাপাশি এই দিনের জাতক-জাতিকা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন। একই সঙ্গে এঁদের মধ্যে আধ্যাত্মিক ভাবও বজায় থাকে আজীবন। ভ্রমণ এঁদের প্রিয় বিষয়। নতুন যেকোনও বিষয়ে সব সময় উৎসাহ প্রকাশ করেন এঁরা।
আরও পড়ুন: মোকা এলেও বৃষ্টির ‘মওকা’ আপাতত নেই! দক্ষিণবঙ্গে বাড়বে দহনজ্বালা, বিরাট খবর
খামতি পূরণের জায়গা:
আত্মকেন্দ্রিক স্বভাবও এঁদের মধ্যে কাজ করে। অন্যকে সহজে বিশ্বাস করতে পারেন না। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত বাস্তববোধ সমস্যা তৈরি করতে পারে। এঁদের শক্তি অনেক সময়ই বহু দিকে ছড়িয়ে যায়, তাই এক সময় যেকোনও একটি বিষয়ের উপর লক্ষ্য নির্দিষ্ট করাই কাম্য।
যেসব পেশায় সাফল্য:
থিয়েটার, সঙ্গীত, গ্ল্যামার দুনিয়ায় যেমন এঁরা সফল হন। তেমনই চিকিৎসা, সাংবাদিকতা, লেখালিখির ক্ষেত্রেও এঁদের সাফল্য রয়েছে। পাশাপাশি রাজনীতি, ক্রীড়া, আইন, ইঞ্জিনিয়ারিং-এও এঁরা সফল হন। ব্যবসার ক্ষেত্রে পাট, পেট্রোল ও রাসায়নিক, ফার্মা ইত্যাদি শুভ। এছাড়া আধ্যাত্মিক গুরু, মোটিভেশন স্পিকার, ট্রাভেল এজেন্সি প্রভৃতিও লাভজনক পেশা হতে পারে।
শুভ রঙ: হলুদ, সবুজ ও সাদা
শুভ দিন: সোম ও বুধবার
শুভ সংখ্যা: ৭ ও ৫
প্রতিকার: একটি তামার পাতে সংখ্যা ৭ উৎকীর্ণ করে নিজের কাছে সব সময় রাখতে হবে।
বড় সংস্থার তুলনায় ছোট সংস্থার সঙ্গে ব্যবসা করলেই লাভ হবে।
স্টার্ট-আপ ব্যবসা করাই মঙ্গল।
বিবাহের পর উন্নতির সম্ভাবনা।