শুনতে অবাক লাগলেও এটাই সত্য! আর তার জন্য সংখ্যাতত্ত্ব অনুসরণ করেই ফোন নম্বর বাছাই করতে হবে। আজ আমরা কথা বলব #সংখ্যা ১ নিয়ে।
আরও পড়ুন- ডিম আগে না মুরগি আগে? অবশেষে বিজ্ঞানীরা দিলেন উত্তর, শুনে মাথায় হাত নেটিজেনদের
আসলে #সংখ্যা ১ কাজের ভার বা দায়িত্ব বৃদ্ধির সূচক। আবার এই সংখ্যা অভিব্যক্তি, যোগাযোগ, ইগো, স্বাধীনতার প্রতীকও বটে! এমনকী #সংখ্যা ১ কিন্তু কথোপকথন চালিয়ে যাওয়ার ক্ষমতাও বাড়ায়। সংখ্যাতত্ত্ব মতে আবার, এই সংখ্যাটি জীবনে আশা বয়ে আনে এবং জীবনের পথে এগিয়ে চলতে সহায়তা করে। আর যাঁরা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেন, কাজের জায়গায় তাঁরা নাম এবং খ্যাতি উভয়ই লাভ করতে পারেন।
advertisement
যদি মোবাইল নম্বরের সিরিজে #সংখ্যা ১ এক বার থাকে:
এর অর্থ হল, এমন ধরনের মোবাইল নম্বরধারী ব্যক্তি সব কিছু সঠিক ভাবে বুঝতে সক্ষম। এঁরা সাধারণত কম কথা বলতে পছন্দ করেন এবং শুধুমাত্র প্রয়োজন হলে তবেই কথা বলেন। এর ফলে তাঁরা নির্দিষ্ট কোনও কাজে সফল হন। তবে যে-হেতু এই ধরনের মানুষ সে-ভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করেন না, তাই তাঁরা ততটাও সাফল্য লাভ করতে পারেন না।
যদি মোবাইল নম্বরের সিরিজে #সংখ্যা ১ দুই বার থাকে:
ধরনের মোবাইল নম্বরধারী ব্যক্তিরা সাধারণত নিজেদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে দারুন ভাবে ভারসাম্য বজায় রাখতে পারেন। আর এঁরা অত্যন্ত ধৈর্যশীল শ্রোতা হন। তবে এঁদের মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে থাকে না।
যদি মোবাইল নম্বরের সিরিজে #সংখ্যা ১ তিন বার থাকে:
যাঁদের মোবাইল নম্বরের সিরিজে ১ সংখ্যাটি তিন বার থাকে, তাঁরা সাধারণত অনলস, সুখী-উৎফুল্ল হয়ে থাকেন। এর পাশাপাশি কথা বলতে ভালবাসেন এবং এঁরা আসর জমিয়ে দিতে পারেন। আর সব থেকে বড় কথা হল, এঁরা যদি স্বাধীন ভাবে কাজ করেন, তা-হলে দুর্দান্ত সাফল্যের অধিকারী হন।
যদি মোবাইল নম্বরের সিরিজে #সংখ্যা ১ তিন বারের বেশি বার থাকে:
যাঁদের মোবাইল নম্বরের সিরিজে #সংখ্যা ১ চার, পাঁচ অথবা ছয় বার থাকে, তাঁরা সাধারণত অতি উচ্চাকাঙ্ক্ষী হন। সেই সঙ্গে এঁরা সকলের সঙ্গে বেশি যোগাযোগ রাখতে পছন্দ করেন। ফলে অনেক সময়ই ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। তাই এই ধরনের মোবাইল নম্বর এড়িয়ে চলাই ভাল!
যদি মোবাইল নম্বরের সিরিজে #সংখ্যা ১ একেবারেই না-থাকে:
মোবাইল নম্বরের সিরিজে #সংখ্যা ১ না-থাকলে সেই ব্যক্তি সাধারণত উদাসীন প্রকৃতির হয়ে থাকেন। এমনকী আবেগের দিক থেকেও এঁরা বেশ শীতল হন। যার কারণে এঁদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বেশ প্রভাব পড়ে। তবে এই বিষয়টার কারণে এমন নম্বরধারীরা অন্যের উপর নেতিবাচক ভাবেই নির্ভরশীল হয়ে পড়েন।
যদি মোবাইল নম্বরের সব ক’টি সংখ্যার যোগফল #সংখ্যা ১ হয়:
এই ধরনের মোবাইল নম্বর থাকলে ব্যবসা এবং কাজের ক্ষেত্রে বেশ ভালই সাফল্য আসে। সেই সঙ্গে এই রকম মোবাইল নম্বর ব্যক্তিত্বেরও বিকাশ ঘটায় এবং জীবনেও সাফল্য নিয়ে আসে। এ-ছাড়া এই মোবাইল নম্বরধারীরা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হন এবং প্রচুর নাম-খ্যাতি লাভ করে থাকেন। সব থেকে বড় কথা হল, এঁরা স্বাধীনচেতা এবং সিদ্ধান্ত নিতে পটু হন।