ডিম আগে না মুরগি আগে? অবশেষে বিজ্ঞানীরা দিলেন উত্তর, শুনে মাথায় হাত নেটিজেনদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এ বলে ডিম আগে, তো ও বলে মুরগি আগে! কিন্তু সঠিক উত্তর কোনটা? গবেষণার পর জানালেন বিজ্ঞানীরা
'ডিম আগে না মুরগি আগে'? সেই কবে থেকে এই প্রশ্ননের উত্তর খুঁজতে মরিয়া মানুষে! তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনাও দীর্ঘ! কিন্তু উত্তর কিছুতেই আর মেলে না! এ বলে ডিম আগে, তো ও বলে মুরগি আগে! যদি কেউ বলেন ডিম আগে, তাহলে প্রশ্ন আসে ডিম এল কোথা থেকে? আবার কেউ যদি বলে মুরগি আগে, তাহলেও প্রশ্ন আসে, মুরগির জন্ম হল কথা থেকে? আর তাই ডিম না মুরগি, কে আগে পৃথিবীতে এসেছে, তা বের করতে গিয়ে মাথায় হাত আট থেকে আশির! অবশেষে এই ধাঁধার উত্তর মিলল।
এই প্রশ্নের উত্তর খুঁজতে শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক দীর্ঘদিন গবেষণা করেছেন। আর দীর্ঘ গবেষণার পর শেষমেশ বিজ্ঞানীরা এর সঠিক উত্তর খুঁজে পেয়েছেন। তাঁরা জানিয়েছেন, পৃথিবীতে ডিমের আগে মুরগি এসেছে। কারণ কোনও প্রাণীর উদ্ভব ছাড়া কখনওই তার সন্তান বা ডিম উৎপন্ন হতে পারে না।advertisement
গবেষণায় দেখা গিয়েছে, ডিমের খোসায় ওভোক্লিডিন নামে একটি প্রোটিন পাওয়া যায়। এটিই ডিমের খোসা তৈরির প্রধান উপাদান। আর এই প্রোটিন তৈরি হয় শুধুমাত্র মুরগির জরায়ুতে। তাই যতক্ষণ না মুরগির জরায়ু থেকে মেলা এই প্রোটিন ডিম তৈরিতে ব্যবহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত ডিম তৈরি হবে না।advertisement
advertisement

কাজেই ডিমের আগে মুরগি পৃথিবীতে এসেছে। যখন মুরগি আসে, তখন তার জরায়ুতে ওভোক্লিডিন তৈরি হয় এবং তারপর সেই প্রোটিন দিয়ে ডিমের খোসা এবং ডিম তৈরি হয়।
advertisement

advertisement
অবশ্য নানা মুণির নানা মত। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গবেষণায় দেখা গিয়েছে, কয়েকশো বছর আগে পৃথিবীতে ছিল মুরগীর মতো দেখতে একটি বড় আকারের পাখি। সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল। বিজ্ঞানীদের বক্তব্য, সেটি ছিল এক ধরনের 'প্রোটো-চিকেন'। সেই পাখি একটি ডিম পেড়েছিল। এরপর কিছু বিবর্তনগত পরিবর্তন ঘটে সেই ডিমে। আর সেই ডিম থেকেই বিবর্তন ঘটে আজকের মুরগির জন্ম! কাজেই এই বিশেষজ্ঞদের মতে, মুরগি নয়, আগে এসেছে ডিম।
view commentsLocation :
First Published :
November 18, 2022 2:49 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ডিম আগে না মুরগি আগে? অবশেষে বিজ্ঞানীরা দিলেন উত্তর, শুনে মাথায় হাত নেটিজেনদের

