সাধারণত মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল। মঙ্গল মকর রাশিতে উচ্চ অবস্থানে এবং কর্কট রাশিতে নিম্ন অবস্থানে বিরাজ করেন। ভগবান হনুমান মঙ্গলের উপাসক হিসেবে বহুবছর ধরে পূজিত হয়ে আসছেন, এছাড়াও এই গ্রহটিকে শক্তির দেবী দুর্গারও অনুকূল বলে মনে করা হয়।
মিথুন রাশিতে মঙ্গলের উপস্থিতিতে জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে ভাল অবস্থান পেতে সক্ষম হবেন, এই সময় যে কোনও চুক্তি স্বাক্ষরিত হলে শুভ ফল পেতে পারেন। মিথুনের অধিপতি বুধ হওয়ায় জাতক-জাতিকারা এই সময় বহুমুখিতায় সমৃদ্ধ হবেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতেও সক্ষম।
advertisement
মঙ্গল গ্রহের গোচরের কারণে জাতক-জাতিকারা নিজেদের প্রয়োজনীয় ও লাভবান পথটিকে চিহ্নিত করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা মিলবে, কর্মক্ষেত্রে আরও ভাল চুক্তি সাক্ষরিত হতে পারে।
আরও পড়ুন- রাশিফল ৩ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
এই সময় যোগাযোগের ক্ষেত্রে জাতক-জাতিকারা আরও ভাল ফলাফল করতে পারবেন। কর্মক্ষেত্রে অনেক কাজ সম্পূর্ণ করতে সক্ষম হলেও জাতকরা কোনও কাজেই বিশেষ কিছু উপার্জন করতে পারবেন না। অনেক কাজে একসঙ্গে হস্তক্ষেপ করার ফলে বেশিরভাগ কাজ সম্পূর্ণ করা কঠিন হবে। তবে এই জন্য অন্য কাউকে দোষারোপ করার চেষ্টা করবেন না। যাঁরা সাংবাদিকতা, ছোটপর্দার নানান পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য সময়টি অনুকূল।
জাতক-জাতিকারা সম্পর্ক নিয়ে সমালোচনামূলক মনোভাব অবলম্বন করবেন, তবে এ ক্ষেত্রে অন্যদের মনোভাব সম্পর্কেও আপনাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে এই সময়ে জীবনসঙ্গীর ভুলত্রুটি বের না করে তার পাশে দাঁড়ানোই ভাল, নয় তো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হতে পারে।
আরও পড়ুন- শুক্রের গোচরে ইতিবাচক ফল মিলবে, তবে সতর্কও থাকতে হবে এই সব বিষয়ে, দেখুন রাশি মিলিয়ে
যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের সম্পর্ক স্বাভাবিক থাকবে, পরিবারে সৌহার্দ্য বজায় থাকবে। সঙ্গীর মনের কথা জানার চেষ্টা চালানো যেতে পারে। বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে স্বল্প দূরত্বের ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। সামগ্রিক ভাবে জাতক-জাতিকারা শক্তি ও ইতিবাচকতায় পূর্ণ থাকবেন।