সংখ্যা ১-এর (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে) সঙ্গে সংখ্যা ৭-এর (যাঁদের জন্ম ৭, ১৬, ২৫ তারিখে) জাতক-জাতিকার প্রেম সম্পর্ক কেমন হতে পারে, দেখে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব কী বলে—
আরও পড়ুন: ডাক্তারির প্রবেশিকায় ৭২০-তে ৭০৫! সর্বভারতীয় পরীক্ষায় স্থান কত বাংলার ছেলের? গোটা দেশ গর্বিত
advertisement
সংখ্যা ৭-এর বিশেষ ক্ষমতা রয়েছে সঙ্গীকে যথাযথ সাহায্য করার। তাই সংখ্যা ১ এবং সংখ্যা ৭ পরস্পর সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন। বিশেষত দাম্পত্যে। এঁদের উভয়েরই অসম্ভব শক্তি উৎসাহের প্রয়োজন হয়। তবে তা ভিন্ন দিকে থেকে। তাই পরস্পরকে সহায়তা করা সম্ভব হয়। আর তখনই এঁরা হয়ে ওঠেন আদর্শ দম্পতি।
সাধারণত ব্যবসায়িক অংশীদারিত্বের থেকে বৈবাহিক সম্পর্কেই এঁরা বেশি সফল হয়ে থাকেন। অনেক সময়ই দেখা যায় একজন অন্য জনকে সময় দিতে পারছেন না। সেখানে পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন। সেখানেই সংখ্যা ৭-এর ঔদার্য্য কাজ করে। এঁরা বেশির ভাগ সময়ই সঙ্গীকে ভালবেসে সব মেনে নেয়। ফলে একটা চিরস্থায়ী মজবুত সম্পর্ক তৈরি হয় সংখ্যা ১-এর সঙ্গে।
আরও পড়ুন: সেঞ্চুরির পথে টমেটো, উচ্ছে ৫০ টাকা কেজি! বাজার গেলেই পকেট ফাঁকা
তবে মনে রাখতে হবে সংখ্যা ৭-এর বিশ্বাস অর্জন করার জন্য সংখ্যা ১-কে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তবেই সম্পর্কের ক্ষেত্রে ভালবাসার শক্তি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জন্ম নেবে।
আরও একটি বিষয় মনে রাখতে হবে, এই দুই সংখ্যাই নিজের মতো সময় কাটাতে পছন্দ করে। ফলে পরস্পরকেই সেই জায়গা ছেড়ে দেওয়ার মতো মানসিক ঔদার্য্য রাখতে হবে। যদি বিশ্বাস আর ভরসাকে পুঁজি করে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা যায় তাহলে এই দুই সংখ্যার সম্পর্ক হয়ে উঠতে পারে অপার্থিব।
২০২৩ সালে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন মনে হবে কেউ ঠকাচ্ছে, প্রতারণা করছে। তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা, তাই এই ধরনের মানসিকতা এড়িয়ে চলতে হবে।
প্রতিকার—
১. সূর্য পূজা
২. কেতু পূজা