আরও পড়ুন- তেতো সবজি দেখেই নাক-মুখ কুঁচকে যায়? বলুন তো উচ্ছেকে কী বলে ইংরেজিতে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। কাল সারাদিন খুব আনন্দের সঙ্গে কাটাবেন তবে দিনের শুরুতে ও শেষে চেষ্টা করুন বকেয়া কাজ মিটিয়ে ফেলতে। কাল আপনি বেশ আত্মবিশ্বাসী থাকবেন। লটারি বা বিনিয়োগে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি আপনার কাজকেও পজিটিভ করে তুলবে। নতুন মানুষদের সঙ্গে পরিচয় হতে পারে। এতে নতুন কোনও কাজের সুযোগ জুটে যেতে পারে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কাল স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মনের কথা চেপে যান। কর্মক্ষেত্রে নানান কারণে বিভ্রান্তি ছড়াতে পারে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কাল ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, সাবধানে থাকুন। কাল আপনার মেজাজ বিগড়ে থাকবে। তবে শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। অত্যধিক চাপের কারণে আপনার সম্পর্ক প্রভাবিত হতে পারে। কলিগদের সঙ্গে সম্পর্ক স্থাপন ও যোগাযোগ বাড়ানের জন্য ভালো একটি দিন।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কাল বেশ রোম্যান্টিক মনোভাব বজায় থাকবে। তবে কর্মক্ষেত্রে গুরুতর খরচ হয়ে যেতে পারে।
আরও পড়ুন- সাহায্য চাই? দেশের এই বিমানবন্দরে এবার হাসিমুখে এগিয়ে আসবে রোবট বন্ধুরা!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। কাজের চাপ বা অন্যান্য চাপের কারণে সম্পর্ক প্রভাবিত হতে চলেছে। আপনি যা পছন্দ করেন তা উপভোগ করার জন্য ছুটি নিতে পারেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। পার্টনারের থেকে কাল ভালো কোনও সারপ্রাইজ পেতে পারেন। কাজের চাপে আপনি মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কাল বন্ধুদের সঙ্গে খানিক সময় কাটাতে পারেন। আপনি কর্মজীবনের পরিকল্পনা করতে গিয়ে বার বার বিভ্রান্ত হতে পারেন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আপনি শারীরিক ভাবে সুস্থ হলেও মানসিক ভাবে খানিকটা বিপর্যস্ত রয়েছেন। বিনিয়োগ সংক্রান্ত কাজের জন্য দিনটি শুভ নয়, অতএব সাবধানে থাকুন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আপনি নিজের এবং অন্যদের স্বাস্থ্যের দিক যথাযথ নজর রেখেছেন, এতে আপনারই ভালো হবে। নতুন করে কোনও কাজ শুরু করার জন্য আদর্শ সময়।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আপনি এতদিন ধরে স্বাস্থ্য নিয়ে কেয়ারলেস থাকলেও কাল থেকে বেশ মনোযোগ দিতে শুরু করবেন। সরকারি ক্ষেত্রে কর্মরতদের জন্য শুভ দিন।