TRENDING:

Vrat Tyohar List 2022: শুরু হচ্ছে উৎসবের মরশুম! গোটা অগাস্ট মাসের সম্পূর্ণ তালিকা

Last Updated:

Vrat Tyohar List 2022: উৎসবের মরশুম, সারা অগাস্ট মাস জুড়েই নানান ধরনের উৎসব রয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অগাস্ট মাসে উৎসবের সূচনা হয়ে থাকে ৷ পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষে চতুর্থীর সঙ্গে সঙ্গে বড় উৎসব শুরু হয় ৷ এই পুরো মাস শুভ হতে চলেছে ৷ মাসের শুরুতেই গণেশের ব্রত ৷ এই মাসে পঞ্চমী, হরতালিকা তিজ, জন্মাষ্টমীর মত উৎসবে ভিড় উপচে পড়ে ৷ তবুও নানান ঘটনার অগাস্টে নানান ধরনের উৎসব রয়েছে ৷ বিনায়ক চতুর্থী ব্রত (Sawan Vinayaka Chaturthi) ১ অগাস্ট সোমবার, এমনিতেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্রত (Sawan Somvar Vrat) ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

এইবার বিনায়ক চতুর্থী ব্রতর রবিযোগ রয়েছে ৷ ২ অগাস্ট শ্রাবণ শুক্লা পঞ্চমী অর্থাৎ নাগপঞ্চমী ৷ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরির ব্রতপালন করা হয় ৷ এই ব্রত একসঙ্গে হওয়ায় এইদিনের গুরুত্ব অপরিসীম ৷ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ ৮ অগাস্ট এইদিনের বিশেষ গুরুত্ব রয়েছে ৷ শিব পার্বতীর বিশেষ রূপে নানান বিধি-বিধানে আরাধনা করা হয় ৷ রাখীপূর্ণিমার এই তিথি শ্রাবণ মাসেই ৷ ভাই ও বোনের প্রেমের প্রতীক ৷

advertisement

এইদিনে ভাইয়েরহাতে বোনেরা রাখি বেঁধে তাঁদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ৷ ভাইয়ের দীর্ঘ আয়ু প্রার্থনা করে ৷ পঞ্জিকা অনুযায়ী ভাদ্র (বাংলার ভাদ্র মাস শুরু হতে কিছুদিন বাকি) তৃতীয় ১৪ অগাস্ট ২০২২, রবিবার ৷ কেজরি তিজ অনুষ্ঠান বলেই পালন করা হয়ে থাকে ৷ সধবা মেয়েদের জন্য এই তিথি বিশেষ বলে মনে করা হয় ৷

advertisement

আরও পড়ুন:  Sawan 2022: শ্রাবণ মাসে ভগবান শিবের আলাদা রূপের পুোজ করলে সমস্ত মনষ্কামনা পূরণ হয়

আরও পড়ুন:  Pearl Benefits: চার রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্তো অত্যন্ত শুভ! সর্বদা মা লক্ষ্মীর কৃপাবৃষ্টি হবে

ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী এইদিন রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ৷ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের বালরূপের পুজো হয়ে থাকে ৷ ৩০ অগাস্ট ভাদ্র মাসের শুক্লাপক্ষ তিথিতে হরিতালিকা তিজব্রত অনুষ্ঠিত করা হয় ৷ এই তিথিতে ভগবান ভোলানাথ ও পার্বতীর পুজো করা হয় ৷ ৩১ অগাস্ট ভগবান গণেশের পূজার্চনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে ৷ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) প্রতি মাসের শুক্লপক্ষতে হয়ে থাকে ৷ ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথি অত্যন্ত গুরুত্পূর্ণ হয়ে থাকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vrat Tyohar List 2022: শুরু হচ্ছে উৎসবের মরশুম! গোটা অগাস্ট মাসের সম্পূর্ণ তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল