জন্মদিন মিলিয়ে দেখে নিন শনিবার কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ পারিবারিক কোনও পার্টি দেওয়া যেতে পারে। রাতে অনিদ্রার অভ্যেস করবেন না। আজ কর্মক্ষেত্রে মেজাজ হারাতে পারেন।
আরও পড়ুন: দিনে মাত্র কয়েক মিনিট অভ্যাস করুন এই যোগ মুদ্রাগুলি, শরীর থাকবে ৯০% দূষণমুক্ত!
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আপনার শরীর ঠিক থাকলেও মানসিক স্বাস্থ্য সামান্য বিঘ্নিত হতে পারে। যোগাযোগের ক্ষেত্রে বিনয়ী মনোভাব রাখুন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। বেশ কিছু দিন অসুস্থ থাকার পর আজ আপনি অনেকটাই সুস্থ বোধ করবেন। তবে আজ কর্মক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে আপনি খুবই ব্যস্ত থাকবেন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আপনার কোনও হেলথ কনসালটেন্টের সঙ্গে দেখা করা উচিত। আপনি যাঁর জন্য এতদিন অপেক্ষা করছিলেন তিনি এখন আপনার সামনেই রয়েছেন। অর্থকড়ির অপ্রত্যাশিত চাহিদা তৈরি হতে পারে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ সামাজিক ভাবে আপনি অত্যন্ত ব্যস্ত হতে চলেছেন। কর্মক্ষেত্রে নানান স্থান থেকে সুযোগ আসবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। সম্পর্ক হোক বা কাজ- আপনি এক্সপেরিমেন্ট চালিয়ে যান। আজ আপনি বেশ দার্শনিক মনোভাবাপন্ন মেজাজে থাকবেন।
আরও পড়ুন: দিদি বাঙালি, তাই বাঙালি মতে দই-রসগোল্লা খাওয়ানোর কথা বলেছেন, শাহ প্রসঙ্গে সৌরভ
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ কেউ কেউ আপনার সমব্যথী হতে চাইবেন, তবে আপনি তাঁদের ভুল বুঝবেন। আপনার অহঙ্কার তখনই তৃপ্ত হবে যখন আপনি কোনও কাজে নির্দেশকের ভূমিকায় থাকবেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। চেষ্টা করুন পরিচ্ছন্ন থাকার, নয় তো ইনফেকশনের সমস্যা হতে পারে। অত্যধিক ব্যস্ততার কারণে সম্পর্কে বিচলতা আসতে পারে। নিজের কাজ ভালো ভাবে পর্যালোচনা করা উচিত।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা সারা দিনের কাজকে ব্যাহত করবে। কর্মক্ষেত্রে আপনার সমস্ত প্রচেষ্টাকে রূপ দেওয়ার এটাই সেরা সময়।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। নিজের প্রতি যত্ন নিন। আজ পার্টনারের সঙ্গে কোনও ইভেন্ট অ্যারেঞ্জ করা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। প্রচুর খাওয়া-দাওয়া আপনার পেটের সমস্যার কারণ হয়ে উঠতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার সেন্স অফ হিউমার আপনাকে অন্যদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ সময়। আজ পার্টনারশিপ করার আগে সতর্ক হন।