এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৪ অক্টোবরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল সোম এবং এই ত্রয়োদশী তিথি থাকবে ৪ অক্টোবর রাত ৯টা ০৫ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি।
advertisement
আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই ত্রয়োদশী তিথিতেই হরগৌরীর উদ্দেশে উদযাপিত হবে দুই ব্রত- মাসিক শিবরাত্রি ব্রত এবং সোম প্রদোষ ব্রত।
পঞ্জিকা (Panchang for 4th October) মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৩ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৪ অক্টোবর রাত ৩টে ৫৮ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৪ অক্টোবর বিকেল ৫টা ০৪ মিনিটে।
এই ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথির নক্ষত্র হল পূর্ব ফাল্গুনী। ৫ অক্টোবর, রাত ২টো ৩৫ মিনিট পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে উত্তর ফাল্গুনী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কন্যা রাশিতে। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে।
শুভ মুহূর্ত- ৪ অক্টোবর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৫২ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩৯ মিনিটে। অমৃতযোগ ৪ অক্টোবর শুরু হচ্ছে রাত ৮টা ২৫ মিনিট থেকে, শেষ হচ্ছে রাত ৯টা ২৭ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা (Panchang for 4th October) মতে ৪ অক্টোবর রাহুকাল শুরু হচ্ছে সকাল ৭টা ৫১ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৯টা ১৯ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।