চন্দ্রকে মাতা, মন, আবেগ, স্বভাব, জল, তরল পদার্থ ও স্নেহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দৃক পঞ্জিকা অনুযায়ী, ১৮ আগস্ট ২০২৫ দুপুর ২টা ৩৯ মিনিটে চন্দ্র গ্রহ মিথুন রাশিতে গোচর করেন। তিনি ২০ আগস্ট সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবেন। কোন কোন রাশির এবার দারুণ উন্নতি হতে চলেছে জানুন…
advertisement
মিথুন রাশি – চন্দ্রের মিথুন রাশিতে গোচর এই রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। ব্যক্তিগত জীবনের সমস্যা দূর হবে এবং ঘরে শান্তি প্রতিষ্ঠিত হবে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। যারা সমাজকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন, তাদের সামাজিক মর্যাদা বাড়বে।
অর্থলাভের সুবর্ণ সুযোগ মিলবে, যা আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। ভ্রমণের সময় স্বাস্থ্যের দিক থেকেও ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।
কন্যা রাশি – চন্দ্রের এই গোচর কন্যা রাশির জাতকদের জীবনে বড় ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। বিবাহিতরা পূর্বে করা ভুল সংশোধনের সুযোগ পাবেন।
এই সপ্তাহে কন্যা রাশির জাতকরা ব্যবসায় লাভ করতে পারেন। চাকরিজীবীরা ক্যারিয়ার সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন। বয়স্কদের ভক্তিভাব জাগ্রত হবে, যার ফলে মানসিক শান্তি ও স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে।
বৃশ্চিক রাশি – মিথুন ও কন্যা রাশির পাশাপাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্যও ১৮ আগস্ট ২০২৫-এর চন্দ্র গোচর সুখবর নিয়ে এসেছে। বয়স্ক ব্যক্তিরা নিয়মিত শরীরচর্চা করলে সুস্থ থাকবেন এবং উদ্যম অনুভব করবেন।
বিবাহিতরা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন, তবে শেষ পর্যন্ত আনন্দ লাভ করবেন। ব্যবসায়ীদের কুণ্ডলীতে অর্থ লাভের ভালো যোগ দেখা যাচ্ছে, যদিও কিছু পরিশ্রম করতে হবে। চাকরিজীবীরা কোনো নামী প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন: রাতে ঘুমোনোর আগে ভুলেও করবেন না এই ৬ কাজ! ঘুম তো উবে যাবেই, ১২টা বাজবে জীবনেরও…
অযোধ্যার জ্যোতিষ হীতেন্দ্র সিং বলেছেন, “চন্দ্রের এই গোচর মানসিক ভারসাম্য ও আবেগের উন্নতিতে সহায়ক হবে, মিথুন কন্যা ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া অত্যন্ত ফলদায়ক হবে।”
ডিসক্লেইমার – উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷