TRENDING:

উৎসব শেষে চলে এল বিদায়ের সময়! দেবী বরণের কোনও নির্দিষ্ট সময় রয়েছে? কোন কোন জিনিস মাথায় রাখবেন?

Last Updated:
রণ শব্দের আক্ষরিক অর্থ হল সাদরে বা সসম্মানে অভ্যর্থনা জানানো। যে কোনও দেবদেবীর পুজো শেষে বিসর্জনের আগে তাঁকে বরণ করে নেওয়ার রীতি রয়েছে। দশমী পুজোর শেষে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হয়। সাধারণত বিবাহিত মহিলাগণ এই আচারে অংশ নেন।
advertisement
1/6
উৎসব শেষে চলে এল বিদায়ের সময়! দেবী বরণের কোনও নির্দিষ্ট সময় রয়েছে?
বরণ শব্দের আক্ষরিক অর্থ হল সাদরে বা সসম্মানে অভ্যর্থনা জানানো। যে কোনও দেবদেবীর পুজো শেষে বিসর্জনের আগে তাঁকে বরণ করে নেওয়ার রীতি রয়েছে। দশমী পুজোর শেষে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হয়। সাধারণত বিবাহিত মহিলাগণ এই আচারে অংশ নেন।
advertisement
2/6
পান খেয়ে বা পানপাতা মুখে নিয়ে, আলতা-সিঁদুর পরে বরণ করার রীতি রয়েছে। বরণসামগ্রী-সহ বরণডালা নিয়ে শুভ সময় দেখে দেবীকে বরণ করা হয়। তবে আঞ্চলিক নিয়ম অনুসারে এ ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। বরণের সময় ও বরণের নিয়মেও পার্থক্য বর্তমান।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
advertisement
3/6
দশমী তিথি শেষ–২ অক্টোবর, ১৫ আশ্বিন, বৃহস্পতিবার।সময়– সন্ধ্যা ৭টা ১১ মিনিট।অমৃতযোগ- সকাল ৭টা ৬ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ২৪ মিনিট গতে ২টো ৫৮ মিনিটের মধ্যে। পুনরায় সন্ধ্যা ৬টা ৯ মিনিট গতে রাত ৯টা ২৪ মিনিটের মধ্যে।দশমী তিথি শেষ–
advertisement
4/6
২ অক্টোবর, ১৫ আশ্বিন, বৃহস্পতিবার।সময়– দুপুর ২টো ৫৪ মিনিট ৩৫ সেকেন্ড।অমৃতযোগ- সকাল ৭টা ৫ মিনিট ২৮ সেকেন্ডের মধ্যে, পুনরায় দুপুর ১টা ২৪ মিনিট ১৯ সেকেন্ড গতে ২টো ৫৯ মিনিট ২ সেকেন্ডের মধ্যে। পুনরায় সন্ধ্যা ৬টা ৯ মিনিট ৪৫ সেকেন্ড গতে রাত ৯টা ২৪ মিনিট ১৯ সেকেন্ডের মধ্যে।
advertisement
5/6
দশমীর তিথি ছেড়ে যাওয়ার পর যে কোনও সময়ে বরণ করা যেতে পারে। সেটির নির্দিষ্ট কোনও শুভ সময় নেই। তবে তিথি থাকাকলীন বরণ করা যাবে না। বরণ করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলা আবশ্যিক। বরণডালা-সহ বরণ করতে যাওয়া উচিত।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
উৎসব শেষে চলে এল বিদায়ের সময়! দেবী বরণের কোনও নির্দিষ্ট সময় রয়েছে? কোন কোন জিনিস মাথায় রাখবেন?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল