TRENDING:

Chanakya Niti: সুখের সংসার ছারখার হয়ে যাবে কিন্তু! ভুলেও এই কথা বলবেন না স্ত্রীকে, সতর্ক করছে চাণক্য নীতি

Last Updated:

Chanakya Niti: চাণক্য বলেছেন সুখী বিবাহিত জীবন পেতে বিশেষ কিছু কথা স্ত্রীর সামনে না বলাই ভাল৷ এতে সংসার চরম অশান্তি আসতে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাণক্য নীতি অনুসরণ করে প্রজন্মের পর প্রজন্ম সাফল্যের পথে এগিয়ে চলেছেন৷ তিনি একাধারে ছিলেন রাজ-উপদেষ্টা, অর্থনীতিবিদ, দার্শনিক, তেমনই ছিলেন শিক্ষক ও সুবিচারক৷ চাণক্য কেবল রাজনীতি নিয়েই সকলকে উপদেশ দেয়নি, বরং মানবজীবনে নয়া দিশা দেখিয়েছেন চাণক্য৷
advertisement

আচার্য চাণক্যের নীতি অনুসরণ করলে জীবন বদলে যেতে পারে মুহূর্তে৷ আচার্য চাণক্যকে ভারত তথা গোটা বিশ্বের মহান অর্থনীতিবিদ ও দার্শনিক হিসেবে বিবেচনা করা হয়৷ চাণক্যর নীতিশাস্ত্রে এমন কিছু নীতির কথা বলা হয়েছে, যা মেনে চললে সংসারে শান্তি বজায় থাকবে৷ শুধু তাই নয়, সুখী দাম্পত্য বজায় রাখতে অবশ্যই মেনে চলুন চাণক্যের কিছু টিপস৷

advertisement

সংসার জীবনে স্বামী ও স্ত্রী পরস্পরের পরিপূরক। সুখী দাম্পত্য জীবনের জন্য দুজনের সক্রিয় ভূমিকা বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। তবে চাণক্য বলেছেন সুখী বিবাহিত জীবন পেতে বিশেষ কিছু কথা স্ত্রীর সামনে না বলাই ভাল৷ এতে সংসার চরম অশান্তি আসতে পারে৷

আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?

advertisement

আরও পড়ুন-হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল

চাণক্য নীতি বলে, কোনও কিছু দান করলে তা গোপন রাখাই ভাল৷ এমনকী নিজের স্ত্রীর কাছেও এই কথা বলবেন না, তাহলে এর কোনও ফল পাবেন না৷

চাণক্যের মতে, নিজের দুর্বলতার কতা কখনওই স্ত্রীকে জানতে দেবেন না৷ কারণ একজন দুষ্ট স্ত্রী আপনার দুর্বলকাপ সুযোগ নিতে পারে৷ যার ফলে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন৷

advertisement

কখনও নিজের অপমানের কথা স্ত্রীকে না বলাই ভাল৷ এতে ঝামেলার সময় স্ত্রী আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বানিয়ে ফেললেন আস্ত স্কুল! এবার মিড ডে মিল নিয়েও বড় পরিকল্পনা
আরও দেখুন

চাণক্য বলেছেন, নিজের রোজগারের সবকিছু স্ত্রীকে না বলাই ভাল৷ বরং নিজে কিছু অর্থ সঞ্চয় করুন, যাতে সঙ্কটের সময়ে কারোর কাছে সাহায্যের প্রয়োজন না হয়৷ স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক হলেও এই কথাগুলি গোপন রাখার কথা বলেছেন চাণক্য৷ এতে সংসারে সুখ ও শান্তি বজায় থাকে৷

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Chanakya Niti: সুখের সংসার ছারখার হয়ে যাবে কিন্তু! ভুলেও এই কথা বলবেন না স্ত্রীকে, সতর্ক করছে চাণক্য নীতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল