TRENDING:

Astrology 2023 Tips: এই ৩ রাশির চিহ্ন বায়ু; প্রেমের সম্পর্কে জড়ানোর আগে এঁদের সম্পর্কে জানুন

Last Updated:

Astrology 2023 Tips: তিনটি রাশি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। কেমন চরিত্র হয় এই বায়ু নিয়ন্ত্রিত রাশির জাতক-জাতিকাদের, জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমী নিয়মে রাশিফল বিচার করা হয় জাতক-জাতিকার জন্ম তারিখের ভিত্তিতে। সেই মত অনুযায়ী এক একটি রাশির উপর আধিপত্য স্থাপন করে এক একটি তত্ত্ব। কোনও রাশির চিহ্ন বায়ু, কোনটির জল, কোনটির অগ্নি তো কোনটির ভূমি।
প্রেমের সম্পর্কে জড়ানোর আগে এঁদের সম্পর্কে জানুন
প্রেমের সম্পর্কে জড়ানোর আগে এঁদের সম্পর্কে জানুন
advertisement

তিনটি রাশি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। কেমন চরিত্র হয় এই বায়ু নিয়ন্ত্রিত রাশির জাতক-জাতিকাদের, তাঁদের ভালবাসা প্রকাশের ভঙ্গিই বা কেমন, দেখে নেওয়া যাক এক নজরে।

জেমিনি বা মিথুন—

এই রাশির জাতক-জাতিকাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে। ফলে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এঁদের মধ্যে খানিকটা দ্বিধা কাজ করে। এঁদের ভালবাসতে গেলে এঁদের মেজাজ পরিবর্তনের দিকে খেয়াল রাখতে হবে। পাশাপশি কোনও গভীর কথোপকথনের সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করতে হবে।

advertisement

আরও পড়ুন: হোটেলের ফ্রিজ খুলতেই চোখ কপালে ফুড অফিসারদের, এ সব কী? মারাত্মক কাণ্ড দুর্গাপুরে

জেমিনির জাতক-জাতিকা ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন, তাঁদের জীবনযাপন নিয়ে কথা বলতে ভালবাসেন। এঁদের চিহ্ন বায়ু, তাই এঁরা সব সময় ভালবাসার মানুষের কাছে কাছে থাকতে পছন্দ করেন। নিজের মনের কথা জানাতে এঁরা হয়তো একের পর এক মেসেজ করে যাবেন। প্রিয়জনের থেকে ইতিবাচক কথা শুনতে এঁরা ভালবাসেন, তার প্রভাবও দীর্ঘস্থায়ী হয়।

advertisement

লিব্রা বা তুলা—

এই রাশির জাতক-জাতিকারা জীবনের ছোট ছোট বিষয় অনুভব করতে, উপভোগ করতে ভালবাসেন। সঙ্গীর সঙ্গে গভীর সম্পর্কের ভিতর থেকে আত্মবিশ্বাস খুঁজে নেন। মত বিরোধ হলে এঁদের মন জয় করে নেওয়ার অস্ত্র হল যত্ন করা।

আরও পড়ুন: সোনু নিগমও কিন্তু বাংলার জামাই, গায়কের অপরূপা বাঙালি বউ মধুরিমাকে চেনেন?

advertisement

এঁরা ভালবাসা প্রকাশ করলে বিষয়টা বেশ রোমান্টিক হয়ে উঠতে পারে। এঁদের ভালবাসা প্রকাশের ভঙ্গি এতই আবেগপূর্ণ যে উল্টোদিকের মানুষটির প্রায় কিছুই বলার থাকে না। ভালবেসে এঁরা রোজ প্রেমপত্র পাঠাতে পারেন, গোলাপ উপহার দিতে পারেন। প্রেমের জন্য যতদূর যাওয়া সম্ভব সব পারেন।

অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ—

ভালবাসা গভীর হলেও এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে খানিকটা মৌলিকতা বজায় রাখার বাসনা থাকে। এঁরা সামান্য স্বাধীনচেতা স্বভাবের হয়ে থাকেন। নিজের মনের কথা সব সময় খুলে বলতে চান। এঁরা প্রতি মুহূর্তে নতুন নতুন কাজ করতে ভালবাসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এঁরা খুব ভাল বন্ধু ও প্রেমিক হতে পারেন। বিশেষত যাঁদের চিহ্ন জল, তাঁদের জন্য। এঁরা চান এঁদের সঙ্গী সব সময় তাঁদের কথা শুনুন, পাশে পাশে থাকুন, তাঁর আবেগকে গুরুত্ব দিন। বন্ধুত্ব দিয়েই এঁদের মন জিতে নেওয়া যেতে পারে। এঁরা দীর্ঘস্থায়ী সম্পর্ক প্রত্যাশা করেন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrology 2023 Tips: এই ৩ রাশির চিহ্ন বায়ু; প্রেমের সম্পর্কে জড়ানোর আগে এঁদের সম্পর্কে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল