শ্রমিকদের আরও অভিযোগ এরিয়ার টাকা এখনও মেলেনি। সংসার চালানো মুশকিল হয়ে পড়ছে। এমন মালিক তারা আর চাইছেন না। যদিও এই বিষয়ে কোহিনুর চা বাগানের সহকারী ম্যানেজার শুভ্র চৌধুরী জানান অধিকাংশ শ্রমিকদের বেতন অনলাইনে হয়। তাদের ব্যাঙ্ক আ্যকাউণ্ট হয়ে গিয়েছে। কিছু শ্রমিকের বেতন হয়নি শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পুজোর আগে আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানের ২০ শতাংশ হারে পুজোর বোনাসের দাবিতে ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছিলেন সমস্ত শ্রমিকরা।
advertisement
আরও পড়ুনঃ হাতির উপদ্রব রুখতে শামুকতলার ক্রীড়াবিদকে আশ্বাস রেঞ্জ অফিসারের
শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ওই চা বাগান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করে শামুকতলা থানা। অন্যান্য চা বাগানে বোনাস হয়ে গেলেও কোহিনুরে চা বাগানে বোনাস না হওয়ায় ক্ষোভ জমেছিল শ্রমিকদের মনে। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। যদিও পরবর্তীতে বোনাস সমস্যার সমাধান হয়েছিল।
Annanya Dey