TRENDING:

WB Panchayat Election 2023: গণনাকেন্দ্রে হাউ হাউ করে কান্না বিজেপি প্রার্থী গীতার, কাঁদিয়েছে নাকি তৃণমূল!

Last Updated:

WB Panchayat Election 2023: মালঙ্গি গ্রাম পঞ্চায়েতের ১১/৫৭ বিজেপি প্রার্থী গীতা ওঁরাও কেঁদে ভাসালেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: পুনর্নির্বাচনের দাবিতে কালচিনি ভোট গণনাকেন্দ্রে কান্নায় ভেঙে পড়লেন মালঙ্গি গ্রাম পঞ্চায়েতের ১১/৫৭ বিজেপি প্রার্থী গীতা ওঁরাও। তাঁর অভিযোগ, ‘ছলচাতুরি করে এই পার্ট থেকে তৃণমূলকে বিজয়ী করা হয়েছে। এ নিয়ে তিনি ফের গণনার আবেদন জানালে তা নাকচ করা হয়।’ এরপরই তিনি কান্নায় ভেঙে পড়েন।
বিজেপি প্রার্থী গীতা ওঁরাও
বিজেপি প্রার্থী গীতা ওঁরাও
advertisement

এদিন সকালে বর্ধমান ১ নম্বর ব্লক থেকে এসেছে তৃণমূল প্রার্থীরও এক করুণ চিত্র৷ গণনা কেন্দ্রের বাইরে গাছের তলায় বসে কেঁদে ফেললেন তৃণমূল প্রার্থী৷ ভেঙে পড়লেন তিনি৷

.

আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়

advertisement

কী ঘটেছে সেখানে? বর্ধমান এক নম্বর ব্লক বিবেকানন্দ উচ্চ বিদ‍্যালয়ে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে না পেরে গণনা কেন্দ্রের সামনে গাছতলায় বসে কাঁদতে শুরু করলেন পঞ্চায়েত সমিতির প্রার্থী রাখি ঘোষ। গণনা কেন্দ্র থেকে তাঁকে বার করে দেওয়া হয়েছে এমনটাই তিনি জানিয়েছেন। এই গণনা কেন্দ্রেই বিরোধী সমস্ত এজেন্টদের বার করে দেওয়া হয়েছিল তার সঙ্গে বাইরে যেতে বলা হয় তৃণমূলের এই প্রার্থীকে৷

advertisement

আরও পড়ুন: তাঁবুতে ঢুকে বাহিনীর ‘মার’ TMC বিধায়ককে! পাল্টা তাপস সাহা যা বললেন, বাংলাজুড়ে শোরগোল

তিনিই প্রথম এ বছর প্রার্থী হয়েছেন। পেশায় গৃহবধূ। পরিবারে কাউকে না পেয়ে ভয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপস্থিত মহিলা পুলিশ কর্মীরা তাঁকে নিয়ে গিয়ে অন্যত্র বসান। কিন্তু গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত প্রবেশই করতে পারলেন না তিনি। এ বারে তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রার্থী করা হয় তাঁকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
WB Panchayat Election 2023: গণনাকেন্দ্রে হাউ হাউ করে কান্না বিজেপি প্রার্থী গীতার, কাঁদিয়েছে নাকি তৃণমূল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল