TRENDING:

Viral News: হরিণকে ধাওয়া করল একদল কুকুর! তারপর? বক্সার জঙ্গলে ঘটল অবাক ঘটনা

Last Updated:

Viral News: গ্রামবাসীরা যা করল ভাবতেও পারবেন না!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: গ্ৰামবাসীদের তৎপরতায় পথকুকুরদের আক্রমণের হাত থেকে রক্ষা পেল একটি হরিণ। কালচিনি ব্লকের বিজয়পুরবস্তি এলাকায় বক্সা জঙ্গল থেকে একটি হরিণ চলে আসে। গ্ৰামের পথকুকুরগুলি হরিণটিকে ধাওয়া করছিল। এদিন সকালে এই ঘটনাটি দেখতে পান একজন গ্রামবাসী।
advertisement

তিনি গিয়ে বাকিদের ঘটনাটি জানান।বিষয়টি বাকিদের নজরে আসতে তারা পথকুকুরগুলিকে সেখান থেকে সরানোর কাজ শুরু করে। গ্ৰামের বাসিন্দা সমীর রাই ও অন‍্যান‍্যরা অনেক কষ্টে হরিণটিকে উদ্ধার করে। পরবর্তীতে গ্ৰামবাসীরা হরিণটিকে বনদফতরের পানা মোবাইল রেঞ্জে নিয়ে আসে।

আরও পড়ুন:  বৃষ্টির সঠিক ইংরেজি কি? Rain নয় কিন্তু! ৯৯ শতাংশ মানুষ ভুল জানেন!

advertisement

এবিষয়ে এলাকার বাসিন্দা সমীর রাই জানান, “চোখের সামনে বন‍্যপ্রাণটির ক্ষতি হয়ে যেত। তা মেনে নিতে পারতাম না।এছাড়াও বন দফতরের পক্ষ থেকে এলাকায় বারবার সচেতনতা অভিযান চালিয়ে বলা হয় বন‍্যপ্রাণীদের দেখলে বন দফতরে জানাতে।আমরা সেই কাজটি করেছি।” বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন‍্য। জানা গিয়েছে পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর দুপুরে সেটিকে বক্সা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Viral News: হরিণকে ধাওয়া করল একদল কুকুর! তারপর? বক্সার জঙ্গলে ঘটল অবাক ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল