আলিপুরদুয়ারের জয়গাঁর গুম্ফা রোড এলাকায় প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা বসবাস করেন। এখানে ভোটার সংখ্যা দু'হাজার। এলাকায় প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে নাকে এসে ধাক্কা মারবে নালার পচা দুর্গন্ধ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন এই নালা পরিষ্কার হয় না। বর্তমানে নালা ছাপিয়ে ময়লা রাস্তার উপর জমছে। সব সময় বাজে গন্ধ বেরোয়। এই অবস্থায় নাক চেপে রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুন: রাজারহাটে ভুয়ো কল সেন্টারের খোঁজ, গ্রেফতার ৩
নালার নোংরা রাস্তায় জমে বন্ধ হয়ে গিয়েছে শিশুদের স্থানীয় একটি স্কুলে যাওয়ার পথ। ফলে দু'মিনিটের পথ দশ মিনিট ঘুরে ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতে হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পেতে এলাকার পঞ্চায়েত সদস্য মহম্মদ নুরকে সম্প্রতি গ্রামবাসীরা সম্মিলিতভাবে একটি পিটিশন জমা দেন। তারপরও তিনি এলাকায় না আসায় পঞ্চায়েত নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এখানকার বাসিন্দারা। এদিকে গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য মহম্মদ নুর বলেন, পঞ্চায়েত টাকা না দিলেও এর আগে তিনি নিজের পকেটের টাকা থেকে নালা পরিষ্কার করেছেন। এবারেও ঠিক সময়ে কাজ হয়ে যাবে বলে তিনি জানান।
অনন্যা দে





