আরও পড়ুন: বেহালার মণ্ডপের বেশিরভাগ ফুচকাই লুকিয়ে খেয়েছেন অনেকে! ‘কেমিক্যাল রয়েছে ফুচকায়’, জানাল ক্লাব
আলিপুরদুয়ার জেলার উত্তর মেন্দাবাড়ি এলাকার একটি সুপারি বাগানে বুধবার সকালে বুনো হাতিটির দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তাঁরা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিজয় মুন্ডা জানান, বিদ্যুৎ দফতরের তার সুপারি বাগানের অনেক নিচ দিয়ে গিয়েছে। আমরা বহুবার এই নিয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু শোনা হয়নি কথা। বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হয়েছে।
advertisement
এদিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে সে বিষয়ে বনবিভাগ এখনও কিছু জানায়নি। ময়নাতদন্তের পরই নির্দিষ্ট কারণ জানা যাবে বলে জানানো হয়েছে। এদিকে জানা গিয়েছে হাতিটি পূর্ণবয়স্ক ছিল।
অনন্যা দে