রাত বাড়লেই ভয়াবহ হয়ে ওঠে জাতীয় সড়ক। দশমীর গভীর রাতে কালচিনি ব্লকের হাসিমারার সুভাষিনী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম শুভদীপ পাল।তার বয়স ২৭ বছর। জানা যায় তার বাড়ি কালচিনি ব্লকের নিমতী চৌপথি এলাকায়। দশমীর রাতে শুভদীপ মোটরসাইকেল করে নিমতি থেকে মাদারিহাট এর উদ্দেশ্যে গিয়েছিল। দেবীর বিসর্জন দেখে ভোরে ফেরার পথে হাসিমারার সুভাষিনী এলাকায় কোনও গাড়ি তাকে ধাক্কা দেয়। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন শুভদীপ পাল।
advertisement
আরও পড়ুনঃ কালচিনির দুই চা বাগান থেকে কাঠ চেরাই কারখানা ও চোরাই কাঠ উদ্ধার
এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসিমারা এয়ার ফোর্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কালচিনি পুলিশ মৃত ওই যুবকের দেহ উদ্ধার করেছে। যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পাঠানো হয়। ঘাতক গাড়ি ও চালক দুজনেই পলাতক। পুলিশ জানিয়েছেন ঘটনার তদন্ত করছে।
Annanya Dey