TRENDING:

Alipurduar News: পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু কামাখ্যাগুড়িতে

Last Updated:

পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে বাইক নিয়ে কামাখ্যাগুড়ি তেঁতুলতলা সংলগ্ন ৩১নং সি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে দুই যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে বাইক নিয়ে কামাখ্যাগুড়ি তেঁতুলতলা সংলগ্ন ৩১নং সি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে দুই যুবক। এরপর তাঁদের উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপরজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । মৃত দুই যুবকের নাম মৃন্ময় সাহা ও সুব্রত দাস। তাঁদের বাড়ি কামাখ্যাগুড়ি এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
advertisement

রাত বাড়লেই ভয়াবহ হয়ে ওঠে জাতীয় সড়ক। দশমীর গভীর রাতে কালচিনি ব্লকের হাসিমারার সুভাষিনী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম শুভদীপ পাল।তার বয়স ২৭ বছর। জানা যায় তার বাড়ি কালচিনি ব্লকের নিমতী চৌপথি এলাকায়। দশমীর রাতে শুভদীপ মোটরসাইকেল করে নিমতি থেকে মাদারিহাট এর উদ্দেশ্যে গিয়েছিল। দেবীর বিসর্জন দেখে ভোরে ফেরার পথে হাসিমারার সুভাষিনী এলাকায় কোনও গাড়ি তাকে ধাক্কা দেয়। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন শুভদীপ পাল।

advertisement

আরও পড়ুনঃ কালচিনির দুই চা বাগান থেকে কাঠ চেরাই কারখানা ও চোরাই কাঠ উদ্ধার

 

View More

 

এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসিমারা এয়ার ফোর্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কালচিনি পুলিশ মৃত ওই যুবকের দেহ উদ্ধার করেছে। যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পাঠানো হয়। ঘাতক গাড়ি চালক দুজনেই পলাতক। পুলিশ জানিয়েছেন ঘটনার তদন্ত করছে।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু কামাখ্যাগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল