TRENDING:

Alipurduar News: রঙিন মোমো খেয়ে দেখেছেন কোনওদিন? তাক লাগিয়ে দিলেন এই বিক্রেতা

Last Updated:

কোনও কেমিক্যাল রং নয়, প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই মোমো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: রঙিন মোমো তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন অক্ষয় মিনজ। কোনও কেমিক্যাল রঙ নয়, প্রাকৃতিক উপায়ে তৈরি করছেন এই মোমো।
advertisement

সাতালি গোদামডাবরি এলাকার বাসিন্দা তিনি। প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে মোমো তৈরি করে বিক্রি করছেন। ছোট আকারের ভেজ মোমো বেশি তৈরি করেন, এক প্লেট মোমোর দাম ২০ টাকা। দুপুরবেলা থেকে মোমো তৈরির কাজ শুরু করেন অক্ষয়। এই কাজে তাঁকে সাহায্য করেন বাড়ির মহিলারা।

advertisement

মোমো নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছে  ছিল অনেকদিনই। নতুন কী মোমো তৈরি করা যায় সেই ভাবনা ছিলই। তারপরেই এই রঙিন মোমো।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এ বিষয়ে অক্ষয় জানান, ‘মোমো অনেকদিন ধরে তৈরি করছি। ক্রেতাদের নতুন কিছু খাওয়াব বলেই রঙিন মোমোর ভাবনা মাথায় আসে। গাজর,বিট,বাঁধাকপির পেস্ট তৈরি করেন তিনি। এরপর তা ময়দার সঙ্গে মেখে ছোট করে খোলা করে তাতে মশলা দেন। মশলায় ব‍্যবহার করেন পেঁয়াজ,বাঁধাকপি কুচি। এরপর ভাপে বসিয়ে মোমো তৈরি করেন। চাটনি তৈরি করতে টমেটো, লঙ্কাবাদাম ব‍্যবহার করেন।

advertisement

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রঙিন মোমো খেয়ে দেখেছেন কোনওদিন? তাক লাগিয়ে দিলেন এই বিক্রেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল