TRENDING:

Alipurduar News: হাতির তাণ্ডবের জন্য দায়ী কুয়াশা! দাবি বন দফতরের

Last Updated:

উত্তরবঙ্গে হাতির হানায় বাড়ছে মৃত্যুর ঘটনা। বন দফতরের দাবি এর পিছনে মূল ভূমিকা কুয়াশার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: কুয়াশার কারণে লোকালয়ে হাতির হানা বেড়েছে, এমনটাই দাবি বন দফতরের। দৃশ্যমানতা কম হওয়ায় বন‍্যপ্রাণী, বিশেষ করে হাতিরা হ‍্যামিল্টনগঞ্জ রেঞ্জের জঙ্গল লাগোয়া জনবসতিতে নিয়মিত ঢুকে পড়ছে বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। এই কুয়াশার বিষয়টিকে তুলে ধরেই জঙ্গল লাগোয়া এলাকায় জোর প্রচার চালাচ্ছেন বনকর্মীরা।
advertisement

হ‍্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত কালচিনি, খোকলাবস্তি, দলসিংপাড়া এলাকায় রোজ রাতে হাতির দল প্রবেশ করছে। গ্রামবাসীদের ঘর ভেঙে ফেলার পাশাপাশি তাদের হানায় প্রাণহানির ঘটনা‌ও ঘটছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই হাতির হানায় কয়েকদিনের মধ্যে ৬ জনের প্রাণ গিয়েছে। তবে হাতিরা দলবদ্ধভাবে এই ঘটনা ঘটাচ্ছে, নাকি কোনও একটি বিশেষ হাতি ক্ষেপে গিয়ে তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলেনি বন দফতর।

advertisement

আরও পড়ুন: আগুন নেভাতে অটোয় চড়ে হাজির হলেন দমকল কর্মীরা! গাড়ির পাশাপাশি ছিল না কোন‌ও সরঞ্জাম

ইতিমধ্যেই হ্যামিলটনগঞ্জ রেঞ্জের অন্তর্গত এলাকাগুলিতে বনকর্মীরা নিয়মিত টহলদারি শুরু করেছে। পাশাপাশি মাইকিং করে সাধারণ মানুষদের সতর্ক‌ও করে দিচ্ছে। গত দশ দিনে হ‍্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে হাতির হানায় দুটি মৃত্যুর খবর সামনে এসেছে। একজন মহিলা গুরুতর আহত হয়েছেন। তিনজনের ক্ষেত্রেই দাঁতাল তার বড় দাঁত দিয়ে মানুষের শরীরে আঘাত করেছে। সবকটি ঘটনাই ভোররাত ও সকালে ঘটেছে।

advertisement

View More

হ‍্যামিল্টনগঞ্জে রেঞ্জার অঙ্কন নন্দী বলেন, "ভোর ও সকালে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সেই সময় বাইরে বের হলে টর্চ নিয়ে বেরতে হবে। বন্যপ্রাণী, বিশেষ করে হাতিরা কোথায় লুকিয়ে থাকে তা বোঝা যায় না। টর্চের আলো ফেললে তাও বোঝা যায় কিছু আছে কি না। বনকর্মীরা ডিউটিতে থাকছে। তবে চিন্তার কারণ নেই। সতর্ক থাকলে বিপদ এড়ানো যাবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতির তাণ্ডবের জন্য দায়ী কুয়াশা! দাবি বন দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল