TRENDING:

Alipurduar News: পুজোর বোনাস না পেয়ে বিক্ষোভ চা বাগানে

Last Updated:

চা বাগানের মালিকরা ২০ শতাংশ বোনাসের দাবি মানতে না চাওয়ায় আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: শ্রমিকদের দাবি ছিল এবার ২০ শতাংশ বোনাস দিতে হবে। তা নিয়ে কলকাতায় মালিকদের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক‌ও শুরু হয়েছে। কিন্তু মালিকরা ব্যবসায় ক্ষতির কথা বলে অনেক কম বোনাস দেওয়ার কথা বলায় ব্যাপক ক্ষুব্ধ চা শ্রমিকরা। এর প্রতিবাদে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং শুরু হল।
advertisement

আরও পড়ুন: হটাৎ বাজারের ফুটপাতে ঘুরছেন মেয়র! পরিদর্শন শেষে জানালেন বড় সিদ্ধান্ত

উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজো বোনাস নিয়ে গতকাল কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। ওই বৈঠকে মালিকপক্ষের থেকে জানানো হয়েছে ৮.৫% বোনাস দেওয়া হবে। কিন্ত সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাস প্রদানের দাবি জানান। দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক চলে। কোনও সিদ্ধান্ত হয়নি। যার ফলে বৈঠক ভেস্তে যায়।আগামী ৫ ও ৬ অক্টোবর পুনরায় বোনাস বৈঠক ডাকা হয়েছে। এদিকে ২০% বোনাসের দাবিতে অনঢ় শ্রমিক সংগঠনগুলি ।

advertisement

শুক্রবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিটি বাগানে চলছে গেট মিটিং। এদিন গেট মিটিংয়ে শামিল হয়েছে শ্রমিকরা। বিমলা রুইদাস নামে এক শ্রমিক স্পষ্ট জানান, ২০% বোনাস আমাদের লাগবেই।পাতা তোলার কাজ ভাল হয়েছে। উৎপাদন যখন সঠিক চলছে তখন বোনাস কম মানব না আমরা। এদিন মালঙ্গি, ভার্নোবাড়ি, কালচিনি, ডিমা, রায়মাটাং সহ প্রায় প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পুজোর বোনাস না পেয়ে বিক্ষোভ চা বাগানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল