TRENDING:

Alipurduar News: 'ছায়া সুনিবিড় শান্তির নীড়'! চা-সুন্দরীতে স্বপ্নের বাড়ি পেয়ে ভাষা হারিয়েছে পরিবারগুলো

Last Updated:

চা-সুন্দরী প্রকল্পে নিজের বাড়ি পেলেন হতভাগ্য চা-শ্রমিকরা, মুহূর্তে বদলে গেল ভাগ্যের চাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: অবশেষে চা-সুন্দরী প্রকল্পে তৈরি আবাসনে পা রাখলেন তোর্ষা চা বাগানের শ্রমিকরা। অবশেষে পাকা ঘর পেয়ে খুশি তাঁরা সকলেই। শুক্রবার তাঁরা নতুন ঘরে ঢুকলেন। সুভাষিনী ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে গিয়ে নতুন ঘরের চাবি নিয়ে এসেছেন চা বাগানের শ্রমিকরা।
advertisement

মুখ্যমন্ত্রীর সভা থেকে ফিরেই তোর্ষা চা-বাগানের ম্যানেজার বাংলোর সামনে তৈরি হ‌ওয়া চা সুন্দরী আবাসনের সামনে চলে আসেন ঘর পাওয়া শ্রমিকরা। মহানন্দে চাবি দিয়ে তালা খোলেন তাঁরা। এতদিনে পাকা ঘরে পা রেখে আত্মহারা হয়ে যান। জীবনে সুন্দর বাড়ি পাবেন তা তাঁরা কোনদিন কল্পনাও করতে পারেননি। শ্রমিকরা জানান, বাকি জীবনে আজকের দিনটা ভুলবেন না।

advertisement

আরও পড়ুন: ১০ জনকে 'দত্তক' নিল বেসরকারি হাসপাতাল! কারণ জানলে আপনিও খুশি হবেন

চা বাগানের শ্রমিকদের জীবন গোটাটাই দুঃখ-কষ্টের। সেখানে মাথার উপর পাকা ঘর থাকবে তা কল্পনা করাও কঠিন। উল্লেখ্য এই তোর্ষা চা বাগানের দুটি স্থানে চা সুন্দরী প্রকল্পের ঘর নির্মানের কাজ হয়েছে।এই প্রকল্পের অন্তর্গত তৈরি হ‌ওয়া আবাসনগুলির প্রত্যেকটিতে দুটি ঘর, একটি রান্নাঘর, শৌচাগার এবং বারান্দা আছে। এক একটি আবাসন তৈরিতে সরকারের প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর।

advertisement

তোর্ষা চা বাগানের ম্যানেজার বাংলোর সামনে এবং বাগানের মাঝ দিয়ে যাওয়া জয়গাঁগামী রাস্তায় তৈরি হয়েছে চা সুন্দরী প্রকল্পের ঘর। মোট ৪৭৬ টি ঘর তৈরি হয়েছে। একদিকে আছে ২৫৬ টি ঘর। অন‍্যদিকে ২২০ টি ঘর। চা বাগানের মাঝে নীল রঙের ঘরগুলি চা সুন্দরীর অস্তিত্বের বিষয়টি জানান দিচ্ছে। খুশি চা-শ্রমিকরা জানান,"এত সুবিধা তাঁরা পাবেন ভাবতেই পারেননি। কী নেই এই আবাসনে! খেলার মাঠ আছে। পানীয় জলের ব্যবস্থা আছে। পাকা রাস্তা আছে। বাড়ির ছেলেমেয়েদের খেলতে আর করতে ২-৩ কিলোমিটার দূরে যেতে হবে না।" চা-শ্রমিকদের জন্য ফ্রি ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়েছে এই আবাসনগুলিতে। ফলে চা সুন্দরী প্রকল্পে বিনামূল্যে ঘর পাওয়া শ্রমিকদের আরও সুবিধে হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: 'ছায়া সুনিবিড় শান্তির নীড়'! চা-সুন্দরীতে স্বপ্নের বাড়ি পেয়ে ভাষা হারিয়েছে পরিবারগুলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল