TRENDING:

Alipurduar News: গরমের কোথায় কী, এখনই পানীয় জলের হাহাকার কালচিনির শ্রমিক মহল্লায়

Last Updated:

পাইপ থেকে এক ফোঁটা জল পড়ছে না। অভিযোগ মাঝপথে ফেটে গিয়েছে জল সরবরাহকারী পাইপ। কিন্তু চা বাগান কর্তৃপক্ষের হুঁশ নেই। আর তাই তীব্র হাহাকার শুরু হয়েছে কালচিনির গুদামলাইন এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: এখনো গ্রীষ্মের তীব্র দাবদাহ শুরু হয়নি। সবে বসন্তকাল চলছে। এর‌ই মধ্যে পানীয় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে কালচিনির শ্রমিক মহল্লায়। একটু জলের জন‍্য চাতক পাখির মত অপেক্ষা করছেন এখানকার মানুষ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মে-জুন মাসে কী হবে!
advertisement

কালচিনির গুদামলাইন এলাকায় গেলেই দেখা যাবে একটু পানীয় জলের জন্য হাহাকার করছেন এলাকার মানুষ। জলভরার পাত্র নিয়ে পাইপের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন তাঁরা। কিন্তু সব চেষ্টাই বৃথা, জলের দেখা পাওয়া যায় না।

আরও পড়ুন: যাত্রী সেজে গাড়িতে উঠে চালককে খুন! বর্ধমানে ট্যাক্সি চালকদের মধ্যে তীব্র আতঙ্ক

advertisement

এখানকার মানুষ মূলত চা বাগানের জলের উপর নির্ভর করে থাকেন। অভিযোগ, শ্রমিকদের পানীয় জলের প্রয়োজন মেটানোর দিকে বাগান কর্তৃপক্ষের খেয়াল নেই। পানীয় জল সরবরাহকারী পাইপ ফেটে গিয়েছে। আর তাই জল মাঝপথেই বেরিয়ে মাটিতে মিশে যাচ্ছে। এক্ষেত্রে বাগান কর্তৃপক্ষের গাফিলতিই তাঁদের দুর্দশার কারণ বলে জানিয়েছেন গুদামলাইন এলাকার বাসিন্দারা।

তবে এই এলাকার পানীয় জলের সঙ্কট আজকের নয়। তা দীর্ঘদিন ধরেই চলছে। সম্প্রতি সেই সঙ্কট তীব্র আকার ধারণ করায় সরেজমিনে এলাকা পরিদর্শন করেন কালচিনির বিডিও। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জানান শীঘ্রই এই এলাকায় পানীয় জল প্রকল্পের কাজ শুরু হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গরমের কোথায় কী, এখনই পানীয় জলের হাহাকার কালচিনির শ্রমিক মহল্লায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল