কালচিনির গুদামলাইন এলাকায় গেলেই দেখা যাবে একটু পানীয় জলের জন্য হাহাকার করছেন এলাকার মানুষ। জলভরার পাত্র নিয়ে পাইপের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন তাঁরা। কিন্তু সব চেষ্টাই বৃথা, জলের দেখা পাওয়া যায় না।
আরও পড়ুন: যাত্রী সেজে গাড়িতে উঠে চালককে খুন! বর্ধমানে ট্যাক্সি চালকদের মধ্যে তীব্র আতঙ্ক
advertisement
এখানকার মানুষ মূলত চা বাগানের জলের উপর নির্ভর করে থাকেন। অভিযোগ, শ্রমিকদের পানীয় জলের প্রয়োজন মেটানোর দিকে বাগান কর্তৃপক্ষের খেয়াল নেই। পানীয় জল সরবরাহকারী পাইপ ফেটে গিয়েছে। আর তাই জল মাঝপথেই বেরিয়ে মাটিতে মিশে যাচ্ছে। এক্ষেত্রে বাগান কর্তৃপক্ষের গাফিলতিই তাঁদের দুর্দশার কারণ বলে জানিয়েছেন গুদামলাইন এলাকার বাসিন্দারা।
তবে এই এলাকার পানীয় জলের সঙ্কট আজকের নয়। তা দীর্ঘদিন ধরেই চলছে। সম্প্রতি সেই সঙ্কট তীব্র আকার ধারণ করায় সরেজমিনে এলাকা পরিদর্শন করেন কালচিনির বিডিও। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জানান শীঘ্রই এই এলাকায় পানীয় জল প্রকল্পের কাজ শুরু হবে।
অনন্যা দে