আরও পড়ুন: পার্কিং জোন তৈরির জন্য ফেলা হচ্ছে ‘ভাগাড়ের’ মাটি! তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ বালুরঘাটবাসী
আলিপুরদুয়ারের কালচিনি চা বাগান চা শিল্পে যথেষ্ট পরিচিত নাম। সেখানকার শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত তাঁরা বেতন পাচ্ছেন না। শুধু তাই নয় শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটির টাকাও ঠিকমতো জমা দিচ্ছে না চা বাগান কর্তৃপক্ষ। সার্বিকভাবেই শ্রমিকদের আর্থিকভাবে বঞ্চনা করছে মালিকপক্ষ। আর্থিক পাওনাগণ্ডা নিয়ে একাধিক অভিযোগ তুলে বুধবার চা-বাগানে গেটে মিটিং করেন শ্রমিকরা। সেখানে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা জড়ো হয়ে মালিকপক্ষের একাধিক সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। এরপরই কারখানার ম্যানেজারের কার্যালয় ঘেরাও হয়।
advertisement
প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চনার অভিযোগ তুলে কালচিনি চা বাগানের শ্রমিকরা গেট মিটিং শেষে ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে তাঁরা স্লোগানও দেন। ক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, দ্রুত তাঁদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
অনন্যা দে