আরও পড়ুন: বছরের ৩ মাস জলের তলায় লক্ষীকান্তপুরের এই গ্রাম, স্টেশনে আসতে গিয়ে নাজেহাল নিত্যযাত্রীরা
এই পরিস্থিতি দূর করতে এবং মহিলা শ্রমিকদের স্বস্তি দিতে চা বাগানের ক্রেস হাউসগুলির আধুনিকীকরণের উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। জেলায় মোট ৬৪ টি চা-বাগানের ক্রেস আছে, সেগুলির উন্নয়নে নজর দিয়েছে জেলা প্রশাসন। এই ক্রেস হাউসে শিশুদের খেলার জিনিস থেকে শুরু করে সবরকমের সুবিধা থাকবে। এছাড়া প্রতিটি চা-বাগানে ক্রেস হাউসের পাশে স্তন্যপান কেন্দ্রও খোলা হবে বলে জানা গিয়েছে।
advertisement
চা বাগানের শ্রমিক গীতা চিক বরাইক এই নিয়ে জানান, শিশুদের জন্য পাকা ক্রেস হওয়াটা দরকার।সেখানে একজন দেখভালের মহিলা থাকতে হবে।যিনি সময়মত শিশুদের দুধ খাওয়াতে পারবেন, তাদের খেলার সঙ্গী হতে পারবেন। আমরা কাজের সময় শিশুদের দিকে নজর দিতেই পারি না। তাছাড়া বাগানের পক্ষ থেকেও ভাল খাবার দেওয়া হয় না শিশুদের। পাকা ক্রেস তৈরি হলে আমরা নিশ্চিন্ত হই।
অনন্যা দে





