TRENDING:

Alipurduar News: স্কুলে কিচেন গার্ডেন তৈরি করে মিড-ডে মিলের সবজি ফলাচ্ছে ছাত্রছাত্রীরা

Last Updated:

স্কুলের মিড ডে মিলের রান্নার সবজি কিচেন গার্ডেন তৈরি করে জোগাড় করছে ছাত্র-ছাত্রীরা! এমনই চমকপ্রদ ঘটনা নজরে এল আলিপুরদুয়ারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: স্কুলে কিচেন গার্ডেন তৈরির মাধ্যমে নিজেদের মিড ডে মিলের উপকরণ নিজেরাই জোগাড় করছে পড়ুয়ারা। এটা কলকাতা বা তার আশেপাশের এলাকার ঘটনা নয়। আলিপুরদুয়ারের প্রত্যন্ত চা বাগান এলাকার শ্রমিক পরিবারের ছেলে মেয়েরাই এমন তাক লাগানো ঘটনা ঘটিয়েছে।
advertisement

কালচিনির দলসিংপাড়া চা বাগানে সরস্বতী বাংলা প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। সেখানকার‌ই ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশুনোর ফাঁকে স্কুলেই শাক-সবজি চাষ করছে। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।

এই কিচেন গার্ডেন ওই কচিকাঁচারা এতটাই ভালোবেসে ফেলেছে যে স্কুলে ক্লাস শুরু হওয়ার অনেকটা আগেই তারা এসে হাজির হয়। আর স্কুল ঢুকেই বাগানে জল দেওয়া, গাছ পরিচর্যা করা হল তাদের প্রথম কাজ। তারপর যে যার মত ক্লাসে গিয়ে পড়াশুনো করে। টিফিনের সময় আবার সকলে মিলে বাগানের পরিচর্যা করে।

advertisement

আরও পড়ুন: গঙ্গাসাগরে পুণ্যার্থীদের দেওয়া হচ্ছে 'কর্ন স্টার্চ'-এর ব্যাগ, নিয়ে নেওয়া হচ্ছে প্লাস্টিকের প্যাকেট

জানা গিয়েছে, ডিসেম্বর মাসে স্কুল ছুটি পড়ার আগে এই কিচেন গার্ডেন তৈরি হয়। স্কুল ছুটি থাকার সময়টা ওই ছোট ছোট পড়ুয়ারাই উদ্যোগ নিয়ে বাগানের দেখভালের দায়িত্ব কেয়ারটেকারকে দিয়ে গিয়েছিল। নতুন বছরে তারা স্কুলে এসে দেখে বাগানের গাছগুলো অনেকটাই বড় হয়েছে। আর তা দেখে এই ছোট ছোট বাচ্চাগুলোর সে কী আনন্দ!

advertisement

স্কুলের এই বাগানেই চাষ হচ্ছে রাই শাক, মুলোর মত সবজি। তা দিয়েই তৈরি হচ্ছে মিড ডে মিল। যার স্বাদ নিতে পেরে খুশি পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক সকলেই। এই প্রসঙ্গে স্কুলের এক শিক্ষক বলেন, পড়ুয়ারা বাগানের আবদার করেছিল। তাই আমরা আর না করিনি। এই কাজ ওরা একত্রে করে। এতে ওদের মধ্যে একতার বোধ তৈরি হয়। যা দেখে ভাল লাগে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্কুলে কিচেন গার্ডেন তৈরি করে মিড-ডে মিলের সবজি ফলাচ্ছে ছাত্রছাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল