কালচিনির দলসিংপাড়া চা বাগানে সরস্বতী বাংলা প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। সেখানকারই ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশুনোর ফাঁকে স্কুলেই শাক-সবজি চাষ করছে। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।
এই কিচেন গার্ডেন ওই কচিকাঁচারা এতটাই ভালোবেসে ফেলেছে যে স্কুলে ক্লাস শুরু হওয়ার অনেকটা আগেই তারা এসে হাজির হয়। আর স্কুল ঢুকেই বাগানে জল দেওয়া, গাছ পরিচর্যা করা হল তাদের প্রথম কাজ। তারপর যে যার মত ক্লাসে গিয়ে পড়াশুনো করে। টিফিনের সময় আবার সকলে মিলে বাগানের পরিচর্যা করে।
advertisement
জানা গিয়েছে, ডিসেম্বর মাসে স্কুল ছুটি পড়ার আগে এই কিচেন গার্ডেন তৈরি হয়। স্কুল ছুটি থাকার সময়টা ওই ছোট ছোট পড়ুয়ারাই উদ্যোগ নিয়ে বাগানের দেখভালের দায়িত্ব কেয়ারটেকারকে দিয়ে গিয়েছিল। নতুন বছরে তারা স্কুলে এসে দেখে বাগানের গাছগুলো অনেকটাই বড় হয়েছে। আর তা দেখে এই ছোট ছোট বাচ্চাগুলোর সে কী আনন্দ!
স্কুলের এই বাগানেই চাষ হচ্ছে রাই শাক, মুলোর মত সবজি। তা দিয়েই তৈরি হচ্ছে মিড ডে মিল। যার স্বাদ নিতে পেরে খুশি পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক সকলেই। এই প্রসঙ্গে স্কুলের এক শিক্ষক বলেন, পড়ুয়ারা বাগানের আবদার করেছিল। তাই আমরা আর না করিনি। এই কাজ ওরা একত্রে করে। এতে ওদের মধ্যে একতার বোধ তৈরি হয়। যা দেখে ভাল লাগে।
অনন্যা দে