আরও পড়ুন: কার্বলিক অ্যাসিডে অসুস্থ গোখরোকে ডিটারজেন্ট গোলা জলে চুবিয়ে সুস্থ করলেন সর্পপ্রেমী!
বুধবার সকালে কালচিনির কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে উপর মুরগি বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে দু’বার পাল্টি খেয়ে পাশের জঙ্গলে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ির মালিক পুতুল পাল ও চালক মনোজ অধিকারীর। ওই গাড়িতে থাকা বিক্রম ঘোষ নামে আরও একজন আহত হয়েছেন।
advertisement
এদিন সকালে পোল্ট্রি থেকে মুরগি নিয়ে গাড়িটি দোকানে পৌঁছে দিতে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছনর তাড়া ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। কালচিনির দমনপুর এলাকার কাছে চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে কালচিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বিক্রম ঘোষকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়।
অনন্যা দে