TRENDING:

Alipurduar News: চিতাবাঘ ও হাতির জোড়া হানায় আতঙ্কে দরজায় খিল দিয়েছে কালচিনি

Last Updated:

কখনও বুনো হাতির দল এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে, এলাকাবাসীর জমির ফসল নষ্ট করছে।ঘড়বাড়ি ভেঙে দিচ্ছে। কখনও আবার চিতাবাঘ এলাকায় হানা দিয়ে বাসিন্দাদের গৃহপালিত পশু তুলে নিয়ে যাচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বন‍্যজন্তু বিশেষ করে চিতাবাঘ যখন তখন হানা দিচ্ছে গ্রামে। ফলে চিন্তা বাড়ছে কালচিনির বিভিন্ন গ্রামের বাসিন্দাদের। পাশাপাশি জঙ্গল থেকে ঢুকে পড়ে হাতিদের তাণ্ডব তো আছেই। সব মিলিয়ে বন‍্য জন্তুদের হানায় আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত কালচিনির বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন গ্ৰাম, বনবস্তি ও চা বাগানের বাসিন্দারা।
advertisement

আরও পড়ুন: কর্নাটক বিধানসভা ভবনের আদলে কালীপুজোর মণ্ডপ

কখনও বুনো হাতির দল এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে, এলাকাবাসীর জমির ফসল নষ্ট করছে।ঘড়বাড়ি ভেঙে দিচ্ছে। কখনও আবার চিতাবাঘ এলাকায় হানা দিয়ে বাসিন্দাদের গৃহপালিত পশু তুলে নিয়ে যাচ্ছে। সম্প্রতি এলাকার বাসিন্দাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল এক চিতাবাঘ। কালচিনির সাঁতালি নাকাডালা এলাকর ঘটনা। তারপর আতঙ্ক আরও বেড়েছে। এখানে প্রায়শই চিতাবাঘ হানা দিয়ে গরু, ছাগল টেনে নিয়ে যাচ্ছে।

advertisement

সম্প্রতি চিঞ্চুলা চা বাগানের এক ব‍্যাক্তি চিতাবাঘের হানায় জখম হয়েছে। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। লাগাতার বন‍্যজন্তু হানায় আতঙ্কিত বাসিন্দারা। আগের রাতের বেলায় বন্য জন্তুরা আক্রমণ করলেও এখন দিনেতেও তাদের আনাগোনা শুরু হয়েছে। ফলে অনেকেই বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন। এই বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি সাধো ওরাঁও বলেন, সম্প্রতি বন‍্যজন্তুর হানা বেড়ে গিয়েছে। আমরা এই বিষয়ে বন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলব। কালচিনির সবকটি এলাকায় রয়েছে চা বলয়।বন‍্যজন্তুর আগমন সেখানে সবচাইতে বেশি।এলাকাগুলিতে খাঁচা পাতা সহ বনকর্মীদের টহলের দাবি উঠছে।

advertisement

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চিতাবাঘ ও হাতির জোড়া হানায় আতঙ্কে দরজায় খিল দিয়েছে কালচিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল