TRENDING:

Alipurduar News: করোনা পরিস্থিতি কাটিয়ে রাভা মহিলাদের নৃত্যানুষ্ঠানের আয়োজন চিলাপাতায়

Last Updated:

লকডাউনের পর চিলাপাতায় ফের শুরু হল রাভা জনগোষ্ঠীর নৃত্যানুষ্ঠান। আয়ের পথ ফের উন্মুক্ত হওয়ায় খুশি রাভাগোষ্ঠীর মহিলারা। রাভা পুরুষদের ঢোলের তালে মহিলাদের গান ও নাচে রতাল সন্ধ্যে পড়তে শোনা যায় চিলাপাতার জঙ্গলে। ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র হল চিলাপাতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : লকডাউনের পর চিলাপাতায় ফের শুরু হল রাভা জনগোষ্ঠীর নৃত্যানুষ্ঠান। আয়ের পথ ফের উন্মুক্ত হওয়ায় খুশি রাভাগোষ্ঠীর মহিলারা। রাভা পুরুষদের ঢোলের তালে মহিলাদের গান ও নাচে রতাল সন্ধ্যে পড়তে শোনা যায় চিলাপাতার জঙ্গলে। ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র হল চিলাপাতা। সারা বছর ধরে বহু পর্যটক এর আনাগোনা হয় এখানে। এখানে বহু রাভা সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। বংশ-পরম্পরা ধরে এখানে যাদের বসবাস বলে জানা যায়। সবুজে ঘেরা চিলাপাতার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেখানে স্থানীয় রাভাদের নৃত্য উপভোগ করেন পর্যটকেরা।
advertisement

এই রাভা নৃত্য এর মাধ্যমে একদিকে যেমন জীবিকা নির্বাহ করে চলেছেন স্থানীয় মানুষজন পাশাপাশি তাদের সেই সংস্কৃতি ধরে রেখেছেন তারা। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা সেখানেই থাকেন, নিজেদের ভাষায় গান বাঁধেন, নাচ করেন। তার সঙ্গে বাজান নিজেদের তৈরি বাদ্যযন্ত্র। আর শুধু তাই নয়, ডুয়ার্সের ঘুরতে যাওয়া পর্যটকদের কাছেও ব্যাপক চাহিদা এই রাভা জনগোষ্ঠীর নাচ-গানের। অনেকেই সেখানে গিয়ে রাভাদের গানবাজনা উপভোগ করেন। সন্ধ্যেবেলার জঙ্গল সাফারির পরই রাভা জনজাতির মহিলাদেল নৃত্য উপভোগ করেন পর্যটকরা।

advertisement

আরও পড়ুনঃ অবৈধভাবে বালি, পাথর তোলার অভিযোগে আটক দুটি ট্রাক্টর

এর জন্য প্রতিটি পর্যটকদের থেকে কিছু পরিমাণ টাকা পূর্বেই কাউন্টারে কেটে নেওয়া হয়। সেখান থেকে এক দিকে যেমন প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য মুনাফা লাভ হচ্ছে পাশাপাশি তাদের এই ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রেখেছেন তারা। লকডাউনের সময় জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় সমস‍্যায় পড়েছিলেন নৃত‍্যগোষ্ঠীর মানুষেরা। সেসময় পার্শ্ববর্তী নদী থেকে মাছ তুলে এনে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতেন তারা। অপেক্ষায় ছিলেন কবে স্বাভাবিক হবে পরিস্থিতি।আবার কবে তারা শুরু করতে পারবেন নৃত‍্যানুষ্ঠান। সেই সুযোগ ফের মেলায় খুশি প্রতিটি শিল্পী।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: করোনা পরিস্থিতি কাটিয়ে রাভা মহিলাদের নৃত্যানুষ্ঠানের আয়োজন চিলাপাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল