এই রাভা নৃত্য এর মাধ্যমে একদিকে যেমন জীবিকা নির্বাহ করে চলেছেন স্থানীয় মানুষজন পাশাপাশি তাদের সেই সংস্কৃতি ধরে রেখেছেন তারা। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা সেখানেই থাকেন, নিজেদের ভাষায় গান বাঁধেন, নাচ করেন। তার সঙ্গে বাজান নিজেদের তৈরি বাদ্যযন্ত্র। আর শুধু তাই নয়, ডুয়ার্সের ঘুরতে যাওয়া পর্যটকদের কাছেও ব্যাপক চাহিদা এই রাভা জনগোষ্ঠীর নাচ-গানের। অনেকেই সেখানে গিয়ে রাভাদের গানবাজনা উপভোগ করেন। সন্ধ্যেবেলার জঙ্গল সাফারির পরই রাভা জনজাতির মহিলাদেল নৃত্য উপভোগ করেন পর্যটকরা।
advertisement
আরও পড়ুনঃ অবৈধভাবে বালি, পাথর তোলার অভিযোগে আটক দুটি ট্রাক্টর
এর জন্য প্রতিটি পর্যটকদের থেকে কিছু পরিমাণ টাকা পূর্বেই কাউন্টারে কেটে নেওয়া হয়। সেখান থেকে এক দিকে যেমন প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য মুনাফা লাভ হচ্ছে পাশাপাশি তাদের এই ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রেখেছেন তারা। লকডাউনের সময় জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন নৃত্যগোষ্ঠীর মানুষেরা। সেসময় পার্শ্ববর্তী নদী থেকে মাছ তুলে এনে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতেন তারা। অপেক্ষায় ছিলেন কবে স্বাভাবিক হবে পরিস্থিতি।আবার কবে তারা শুরু করতে পারবেন নৃত্যানুষ্ঠান। সেই সুযোগ ফের মেলায় খুশি প্রতিটি শিল্পী।
Annanya Dey