TRENDING:

Alipurduar News: অনাড়ম্বর হলেও আছে আন্তরিকতার ছোঁয়া, চা শ্রমিক মহল্লায় সস্তার রাখিতেই বন্ধনের অঙ্গীকার

Last Updated:

সস্তার রাখি দিয়েই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে আলিপুরদুয়ারের চা শ্রমিক মহল্লায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: শ্রমিক মহল্লার রাখি বন্ধন অনাড়ম্বর হলেও তাতে রয়েছে আন্তরিকতার ছোঁয়া। হাল ফ‍্যাশনের চোখধাঁধানো রাখি নয়, বরং পুরনো দিনের সুতোর রাখি একে অপরের হাতে বেঁধে বন্ধন দৃঢ় করার প্রতিজ্ঞা করছেন চা বাগানের ভাই-বোনরা।
advertisement

বুধবার সকাল থেকে রাখি বন্ধন উৎসব শুরু হয়েছে দেশজুড়ে। সেই ছবি দেখা গেল আলিপুরদুয়ারের চা শ্রমিক মহল্লাতেও। রাখি উপলক্ষে মিষ্টি, জিলিপির দোকানে ভিড় উপচে পড়ে এদিন সকাল থেকেই। প্রতিটি উৎসবেই আনন্দটুকু লুফে নিতে জানে চা শ্রমিক মহল্লার বাসিন্দারা। উৎসবে চাকচিক‍্য না থাকলেও এখানে আন্তরিকতার অভাব হয় না।

আরও পড়ুন: রাখির সন্ধ্যায় জলসায় আজ জয়া-অমিতাভের আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায়

advertisement

রাখি বন্ধন উৎসব এখন মাতিয়ে রাখে রকমারি নকশার রাখি। কিন্তু গরিব চা শ্রমিক পরিবারগুলোর পক্ষে এতো দামি রাখি কেনা সম্ভব হয় না। তাই তাঁরা পুরনো দিনের সুতোর রাখি একে অপরের হাতে বেঁধে উৎসব পালন করেন। এখানকার রাখির বৈশিষ্ট্য হল সুতোর মধ‍্যে একটি ফুল। আবার কখনও দেখা যায় সুতোর মধ‍্যে পুঁতি, ছোট কাপড় দিয়ে নকশা।

advertisement

View More

চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র আড়াইশো টাকা। ফলে একশো টাকা খরচ করে চোখধাঁধানো আধুনিক ডিজাইনের রাখি কেনার সামর্থ্য তাঁদের নেই। ফলে দশ, কুড়ি টাকার সুতোর রাখিই ভরসা এই প্রান্তিক মানুষগুলোর। তবে তাতেই খুশি এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা। তবে এবারে বিভিন্ন কার্টুন চরিত্রের ছবি দেওয়া রাখিও দেখতে পাওয়া গিয়েছে চা বাগানের বাজারগুলোয়। যদিও তার দাম সাধ্যের মধ্যেই রেখেছেন ব্যবসায়ীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অনাড়ম্বর হলেও আছে আন্তরিকতার ছোঁয়া, চা শ্রমিক মহল্লায় সস্তার রাখিতেই বন্ধনের অঙ্গীকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল