বুধবার সকাল থেকে রাখি বন্ধন উৎসব শুরু হয়েছে দেশজুড়ে। সেই ছবি দেখা গেল আলিপুরদুয়ারের চা শ্রমিক মহল্লাতেও। রাখি উপলক্ষে মিষ্টি, জিলিপির দোকানে ভিড় উপচে পড়ে এদিন সকাল থেকেই। প্রতিটি উৎসবেই আনন্দটুকু লুফে নিতে জানে চা শ্রমিক মহল্লার বাসিন্দারা। উৎসবে চাকচিক্য না থাকলেও এখানে আন্তরিকতার অভাব হয় না।
আরও পড়ুন: রাখির সন্ধ্যায় জলসায় আজ জয়া-অমিতাভের আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
রাখি বন্ধন উৎসব এখন মাতিয়ে রাখে রকমারি নকশার রাখি। কিন্তু গরিব চা শ্রমিক পরিবারগুলোর পক্ষে এতো দামি রাখি কেনা সম্ভব হয় না। তাই তাঁরা পুরনো দিনের সুতোর রাখি একে অপরের হাতে বেঁধে উৎসব পালন করেন। এখানকার রাখির বৈশিষ্ট্য হল সুতোর মধ্যে একটি ফুল। আবার কখনও দেখা যায় সুতোর মধ্যে পুঁতি, ছোট কাপড় দিয়ে নকশা।
চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র আড়াইশো টাকা। ফলে একশো টাকা খরচ করে চোখধাঁধানো আধুনিক ডিজাইনের রাখি কেনার সামর্থ্য তাঁদের নেই। ফলে দশ, কুড়ি টাকার সুতোর রাখিই ভরসা এই প্রান্তিক মানুষগুলোর। তবে তাতেই খুশি এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা। তবে এবারে বিভিন্ন কার্টুন চরিত্রের ছবি দেওয়া রাখিও দেখতে পাওয়া গিয়েছে চা বাগানের বাজারগুলোয়। যদিও তার দাম সাধ্যের মধ্যেই রেখেছেন ব্যবসায়ীরা।
অনন্যা দে