সপ্তম-নবম শ্রেণির পড়ুয়াদের নিয়ে খ বিভাগ। দশম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে গ বিভাগ তৈরি হয়। তিন বিভাগদের নিয়ে চলে প্রতিযোগিতা। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের বেছে নেওয়া হবে। দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককে প্রশংসা পত্র দেওয়া হবে আয়োজকদের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি লতাবাড়ি হাসপাতালে, ভোগান্তি রোগীদের
advertisement
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বানানের বিষয়ে সতর্ক দৃষ্টি দিতেই এই প্রতিযোগিতার আয়োজন। কলেজের গণ্ডি পেরিয়ে গেলেও বানান ঠিক হয়না অধিকাংশ পড়ুয়ার। এই প্রতিযোগিতার উদ্দেশ্য বানানের বিষয়ে সকলকে সজাগ করে তোলা। সহজ বানান অনেক সময় ভুল হয়ে যায়। এর ফলে ভিতটা নড়বড়ে হয়ে যায়। শুধু পড়লেই হবে না জানতে হবে সঠিক বানান।
advertisement
Annanya Dey
Location :
First Published :
December 09, 2022 8:22 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শুদ্ধ হিন্দি বানান লিখতে প্রতিযোগিতার আয়োজন আলিপুরদুয়ারে






