TRENDING:

Alipurduar News: শুদ্ধ হিন্দি বানান লিখতে প্রতিযোগিতার আয়োজন আলিপুরদুয়ারে

Last Updated:

হিন্দি বানান লেখা প্রতিযোগিতার আয়োজন হল আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ার শহরের পুরসভার প্রেক্ষাগৃহে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গ হিন্দি একাডেমির পক্ষ থেকে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : হিন্দি বানান লেখা প্রতিযোগিতার আয়োজন হল আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ার শহরের পুরসভার প্রেক্ষাগৃহে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গ হিন্দি একাডেমির পক্ষ থেকে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার 20 টি স্কুলের পড়ুয়ারা। প্রতিটি স্কুল থেকে মোট নয় জন করে প্রতাযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। জানা গিয়ে পঞ্চম-ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের নিয়ে ক বিভাগ।
advertisement

সপ্তম-নবম শ্রেণির পড়ুয়াদের নিয়ে খ বিভাগ। দশম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে গ বিভাগ তৈরি হয়। তিন বিভাগদের নিয়ে চলে প্রতিযোগিতা। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের বেছে নেওয়া হবে। দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককে প্রশংসা পত্র দেওয়া হবে আয়োজকদের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ অ‍্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি লতাবাড়ি হাসপাতালে, ভোগান্তি রোগীদের

advertisement

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বানানের বিষয়ে সতর্ক দৃষ্টি দিতেই এই প্রতিযোগিতার আয়োজন। কলেজের গণ্ডি পেরিয়ে গেলেও বানান ঠিক হয়না অধিকাংশ পড়ুয়ার। এই প্রতিযোগিতার উদ্দেশ্য বানানের বিষয়ে সকলকে সজাগ করে তোলা। সহজ বানান অনেক সময় ভুল হয়ে যায়। এর ফলে ভিতটা নড়বড়ে হয়ে যায়। শুধু পড়লেই হবে না জানতে হবে সঠিক বানান।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শুদ্ধ হিন্দি বানান লিখতে প্রতিযোগিতার আয়োজন আলিপুরদুয়ারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল