আরও পড়ুন: নাগাড়ে বৃষ্টিতে শুকোচ্ছে না প্রতিমা, কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের
সোমবার সন্ধেয় করম পুজো এবং আগামীকাল করম বিসর্জন। আদিবাসী সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ ও বড় উৎসব করম পুজো। কিন্তু ডুয়ার্সের চা বলয়ে করম পুজোর প্রস্তুতি বৃষ্টির কারনে চলছে ধীর গতিতে। বৃষ্টি একটু কম দেখলেই মাঠ পরিস্কার ও মঞ্চ বাঁধার কাজ শুরু হচ্ছে। কিন্তু বারবার বৃষ্টি এসে সেই কাজে ব্যাঘাত ঘটিয়েছে। আকাশের মুখ থমথমে, এরমধ্যে কতটা কী করে উঠতে পারবেন তার কুল কিনারা পাচ্ছেন না তারা।
advertisement
ডুয়ার্সের প্রতিটি চা বলয়ে প্রতিবছর ধুমধাম করে আয়োজিত হয় করম পুজোর। এই পুজোকে চা বলয়ের অন্যতম বড় উৎসব বলা হয়।কখনও বোনেরা ভাই, দাদার মঙ্গলকামনায় আবার কখনও স্ত্রী তাঁর স্বামীর মঙ্গলের জন্য এই পুজো করেন। আজ সন্ধে থেকে প্রতিটি জায়গায় শুরু হয়ে যাবে করম পুজো। এদিকে আলিপুরদুয়ার জেলায় গত তিনদিন থেকে মুষলধারে বৃষ্টি হয়ে চলছে।এদিন সকালেও এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলছে। আর এই বৃষ্টির জন্য পুজোর প্রস্তুতিতে বাধা হচ্ছে। কিন্ত এই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই চা বলয়ে চলছে করম পুজোর প্রস্তুতি।কালচিনির ডিমা নদী সংলগ্ন এলাকার করম পুজো জেলার অন্যতম পুজো। এই ডিমা নদী সংলগ্ন এলাকায় করম পুজো ও বিসর্জনের দিন হাজার হাজার মানুষের ভিড় জমে। আয়োজক তৌফিল সোরেন জানান, বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। তাই যারা দর্শনার্থী তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য ত্রিপল দিয়ে শেড তৈরি করে দেওয়া হবে।
অনন্যা দে