সোমবার স্কুলে মিড-ডে মিলের শেষ পাতে পিঠে পায়েস দেখে অনাবিল আনন্দে মাতল শিশুরা। স্কুলের শিক্ষকরা সে খাবার নিজেদের হাতে বেড়ে দিলেন পড়ুয়াদের।
একদিকে কনকনে শীত। আরেকদিকে গরম পিঠে ও পায়েস। দুইয়ের মিশ্রণে সোমবার দিনটি বেশ আনন্দেই কাটল পড়ুয়াদের। এক পড়ুয়া জানায়, "পৌষ পার্বণের আয়োজন ঘরেই হয়েছে। স্কুলে এসে পিঠে পায়েস খাবার কথা ভাবতেই পারিনি । শিক্ষকদের সঙ্গে পৌষ পার্বণের আনন্দ নিতে পেরে খুশি। আত্মীয়দের স্কুলে পৌষ পার্বণ পালনের কথা তারা জানাবে।"
advertisement
আরও পড়ুনঃ দুর্গার পর সরস্বতী প্রতিমা পাড়ি দিল সুদূর অস্ট্রেলিয়ায়, বানালেন হাওড়া সাঁতরাগাছির শিল্পী
মকর সংক্রান্তি উপলক্ষ্যে ঘরেঘরে চলছে পিঠেপুলি উৎসব। আপামর বাঙালির এই উৎসবের আঁচ এবার দেখা মিলল ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে। গতানুগতিক মিড-ডে মিলের পাশাপাশি পিঠেপুলি দিয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের মুখে হাসি ফোটালেন শিক্ষকেরা। এমনই বন্দোবস্ত করে তাক লাগিয়ে দিয়েছে প্রত্যন্ত ফালাকাটা ব্লকের ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে। সোমবার মিড-ডে মিলের ভাত-তরকারির পাশাপাশি পিঠেপুলির দেওয়া হয়।এদিন পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্কুলের এক শিক্ষক জানান, "পড়াশুনোর মধ্যে সীমাবদ্ধ নয় স্কুল। শিশুদের সঙ্গে উৎসবের আনন্দ নিতে চেয়েছিল প্রতিটি শিক্ষক। সেকারণে এই আয়োজন করা হয়েছে।ফুলের মত শিশুদের মুখে হাসি ফুটতে দেখে নিজেদের ভাল লাগছে।"
Annanya Dey