TRENDING:

Alipurduar: মহাকাল ধাম যেতে ভরসা থার্মোকলের ভেলা! সমস্যায় মানুষ

Last Updated:

জাগ্রত মহাকাল ধামের পথে ধারসি নদীর ওপর নেই সেতু। ভিনরাজ্যের মানুষের সামনে লজ্জায় পড়েন স্থানীয়রা। নদী পারাপার হওয়ার উপায় রয়েছে থার্মোকলের ভেলাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: জাগ্রত মহাকাল ধামের পথে ধারসি নদীর ওপর নেই সেতু। ভিনরাজ্যের মানুষের সামনে লজ্জায় পড়েন স্থানীয়রা। নদী পারাপার হওয়ার উপায় রয়েছে থার্মোকলের ভেলাতে। আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মহাকাল গুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধারসি নদীর পশ্চিম তীরে রয়েছে জাগ্রত মহাকাল ধাম। জাগ্রত এই ধামের নামেই গ্রামের নাম মহাকালগুড়ি। শুধু স্থানীয় মানুষরা নয় এই ধামের মহিমায় আকর্ষিত হয়ে এখানে পুজো দিতে আসেন ভিন রাজ্য তথা ভিন দেশের পুণ্যার্থীরা। সারা বছরভর মানুষ আসলেও, শ্রাবণ ও ভাদ্র মাসে লক্ষাধিক মানুষের সমাগম হয়। বিশেষ করে ভাদ্র মাসের শেষ রবিবার এই ধামে মেলার আয়জন হয়। সেই সময় এখানে মানত করতে ও মানতের সুফল পেয়ে পুজো দিতে আসেন প্রচুর মানুষ।
advertisement

আর এই সমস্ত পুণ্যার্থীদের ধামে যেতে পড়তে হয় বিরাট সমস্যার মুখে। কারণ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকলেও আজও এই নদীর ওপর গড়ে ওঠেনি কোন পাকা সেতু। বছরে একবার এই ধামের মেলার সময় বাঁশের সাঁকো তৈরি করা হয়। কিন্তু নদীতে জল বাড়লে তা ভেসে যায় নিমেষেই। তখন ভরসা থার্মোকলের ভেলা। সেই ভেলা দিয়েই স্থানীয় মানুষ ও বহিরাগত পুণ্যার্থীরা প্রাণ হাতে করে যাতায়াত করেন ধামে। স্থানীয় মানুষেরা জানান, এই স্থানে বেশ কয়েক বছর আগে সেতু না থাকার কারণে প্রাণ হারিয়েছেন এক পুণ্যার্থী।

advertisement

আরও পড়ুনঃ দক্ষিণ লতাবাড়ি এলাকায় ধানের জমি পরিদর্শন ব্লক কৃষি আধিকারিকের

এবারও মেলার সময় সামনে চলে এসেছে, তৈরি হচ্ছে আবার নতুন করে বাঁশের সাঁকো। কোনও অঘটন যাতে এবার না ঘটে,এটাই চাইছেন গ্রামবাসীরা। এই নদী পারাপার করা খুব একটা সোজা বিষয় নয়। নদীর এপার ও ওপারে দুটি খুঁটি পোতা রয়েছে। তাতে ঝোলানো হয়েছে দড়ি। জলে ভেলা নিয়ে নামলে মাঝিদের দড়ি ধরে ভেলা পার করতে হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে হাতির পায়ের তলায়! প্রাণ হারালেন এক ব্যক্তি

এই পরিস্থিতি দেখে হাসাহাসি করেন বাইরের পুণ্যার্থীরা। তখনই লজ্জায় পড়তে হয় স্থানীয়দের। এই প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি বিশ্বাস সরকার জানান,প্রতি বছরই আমরা ওখানে সাঁকো তৈরি করি, সেখানে পাকা সেতুর প্রয়োজনীয়তা আমরাও অনুভব করি ,কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না, ঊর্ধতন কর্তৃপক্ষ কে আমরা জানাব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: মহাকাল ধাম যেতে ভরসা থার্মোকলের ভেলা! সমস্যায় মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল