সামান্য অসুস্থ হলেও আলিপুরদুয়ার যেতে হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় প্রতিবাদ জানায় রোগী ও তার পরিজনেরা। এদিন শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে মৌন প্রতিবাদ জানান তারা । এই বিষয়ে এক রোগী জানান দূর দূরান্ত প্রত্যন্ত এলাকা ,গ্ৰাম গঞ্জ থেকে সাধারণ মানুষ এখানে আসেন চিকিৎসা করাতে। কিন্তু চিকিৎসক আজও না আসায় খুবই সমস্যা পোহাতে হয় সাধারণ মানুষকে।
advertisement
আরও পড়ুনঃ সিকিয়াঝোরা পর্যটনকেন্দ্রে পরিকাঠামো উন্নয়নের দাবি পর্যটকদের
এই বিষয়ে আলিপুরদুয়ার দুই নং পঞ্চায়েত সমিতির তরফে জানা গিয়েছে,শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে যাতে আউটডোর প্রতিদিন চালু থাকে। এই বিষয়ে আলিপুরদুয়ার দুই ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ অমিত গুপ্তা জানান ডাক্তারের সংখ্যা কম। তিন জন ডাক্তারকে দুটো হাসপাতাল চালাতে হয়। শামুকতলা হাসপাতালের একজন ডাক্তার অসুস্থ। উনি চিকিৎসাধীন আছে। কিছুক্ষণ ডাক্তার ছিল না আজ পরবর্তীতে ডাক্তার হাসপাতালে পৌছে গিয়েছে।
Annanya Dey