West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
আরও পড়ুন: বিরাট খবর! সুপ্রিম কোর্টে ফের স্থগিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়! তুঙ্গে শোরগোল
আলিপুরদুয়ারের মানুষের দাবি, যে কোনও নির্বাচনের দু’দিন আগে থেকে বন্ধ হয়ে যায় ভুটান সীমান্তের এই গেটটি। বন্ধ থাকে পণ্য যাতায়াত। গোটাটাই শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে করা হয়। কিন্তু এবারে ভুটান-গেট বন্ধ না হওয়ায় আশঙ্কায় সকলে। সীমান্তবর্তী এলাকায় একাধিক স্পর্শকাতর বুথ আছে। এই অবস্থায় সীমান্ত খোলা রাখার সুযোগকে কাজে লাগিয়ে অশান্তি বাঁধার আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই প্রশাসনের কাছে ভুটান গেট বন্ধ রাখার আবেদন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement
শনিবার পঞ্চায়েত ভোটের দিন ভুটান গেট খোলা থাকবে দুষ্কৃতী আগমন এমনকি জেলায় নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এলাকার ব্যবসায়ী সুনীল মুন্দ্রা বলেন, ভুটানের সঙ্গে মিত্রতার সম্পর্ক রয়েছে ঠিকই। কিন্তু ভোটের দিনটা একটু অন্যরকম। কার মনে কী থাকে বোঝা যায় না। ওই দেশের কোনও কুখ্যাত দুষ্কৃতী এই এলাকায় প্রবেশ করে যদি কোনও নাশকতা ঘটায় তবে ভয়ানক ক্ষতি হয়ে যাবে। এই বিষয়ে ম্যাজিস্ট্রেট ভূষণ শেরপা বলেন, নির্বাচন কমিশন থেকে ভুটান গেট বন্ধ করার বিষয়ে কিছু জানানো হয়নি। লিখিত এলেই তা বন্ধ করা হবে।
অনন্যা দে