TRENDING:

Bengal Panchayat Election 2023: ভোটের আগে বন্ধ হল না সীমান্ত! ভুটান গেট নিয়ে গুরুতর প্রশ্ন

Last Updated:

পঞ্চায়েত ভোটের আগের দিন ভুটান গেট বন্ধ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আলিপুরদুয়ারের মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ভোটের আগের দিন‌ও বন্ধ হল না ভুটান-গেট। ফলে শনিবার পঞ্চায়েত ভোটে বহিরাগত দুষ্কৃতী হামলার আশঙ্কায় ভুগছে আলিপুরদুয়ারের মানুষ। যেকোনও নির্বাচনের আগে যাবতীয় সীমান্ত সিল করে দেওয়া হয়। এবারেও পঞ্চায়েত ভোটের প্রচার পর্বেই আন্তঃরাজ্য সীমান্তগুলো সিল করে দেওয়া হয়েছে। সেখানে ভুটানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সঠিকভাবে সিল না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement

West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023)  LIVE Updates

আরও পড়ুন: বিরাট খবর! সুপ্রিম কোর্টে ফের স্থগিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়! তুঙ্গে শোরগোল

আলিপুরদুয়ারের মানুষের দাবি, যে কোনও নির্বাচনের দু’দিন আগে থেকে বন্ধ হয়ে যায় ভুটান সীমান্তের এই গেটটি। বন্ধ থাকে পণ‍্য যাতায়াত। গোটাটাই শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে করা হয়। কিন্তু এবারে ভুটান-গেট বন্ধ না হওয়ায় আশঙ্কায় সকলে। সীমান্তবর্তী এলাকায় একাধিক স্পর্শকাতর বুথ আছে। এই অবস্থায় সীমান্ত খোলা রাখার সুযোগকে কাজে লাগিয়ে অশান্তি বাঁধার আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই প্রশাসনের কাছে ভুটান গেট বন্ধ রাখার আবেদন জানিয়েছেন স্থানীয় ব‍্যবসায়ীরা।

advertisement

View More

শনিবার পঞ্চায়েত ভোটের দিন ভুটান গেট খোলা থাকবে দুষ্কৃতী আগমন এমনকি জেলায় নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এলাকার ব‍্যবসায়ী সুনীল মুন্দ্রা বলেন, ভুটানের সঙ্গে মিত্রতার সম্পর্ক রয়েছে ঠিকই। কিন্তু ভোটের দিনটা একটু অন্যরকম। কার মনে কী থাকে বোঝা যায় না। ওই দেশের কোনও কুখ‍্যাত দুষ্কৃতী এই এলাকায় প্রবেশ করে যদি কোনও নাশকতা ঘটায় তবে ভয়ানক ক্ষতি হয়ে যাবে। এই বিষয়ে ম‍্যাজিস্ট্রেট ভূষণ শেরপা বলেন, নির্বাচন কমিশন থেকে ভুটান গেট বন্ধ করার বিষয়ে কিছু জানানো হয়নি। লিখিত এলেই তা বন্ধ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Bengal Panchayat Election 2023: ভোটের আগে বন্ধ হল না সীমান্ত! ভুটান গেট নিয়ে গুরুতর প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল