আরও পড়ুন: রাতের অন্ধকারে পুকুরে পড়ে গিয়ে প্রৌঢ়ের মৃত্যু
গত সপ্তাহখানেক ধরে আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগান থেকে অসুস্থ অবস্থায় বেশ কিছু ময়ূর উদ্ধার হচ্ছিল। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তবে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সম্ভবত এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া সংক্রমনের ফলে অসুস্থ হয়ে পড়ছে ময়ূরগুলো। তবে এবার মৃত ময়ূর উদ্ধার হওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
advertisement
কালচিনি চা বাগান থেকে বনকর্মীরা অসুস্থ ও মৃত দুটি ময়ূর উদ্ধার করে। ময়ূর দুটিকে রাজাভাতখাওয়ার প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ময়ূরটিকে চিকিৎসার করার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অপরদিকে কী কারণে আরেকটি ময়ূরের মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে। চা বাগানে কীটনাশকের ব্যবহারের কারণে ময়ূরের মৃত্যু উড়িয়ে দিচ্ছে না কেউই।
অনন্যা দে