সরকারি চাকরি করায় এই শিক্ষকদের অবধারিতভাবে ভোটের ডিউটি করতে হত। তা এড়াতেই তারা ভোটে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী, কেউ ভোটে দাঁড়ালে স্বাভাবিকভাবেই তাঁকে আর ভোটের ডিউটি করতে হয় না। এই প্রার্থীদের একজন তো বলেই ফেললেন, ‘পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে চারদিকে যা শুরু হয়েছে তাতে ভোটের ডিউটি করতে রীতিমতো ভয় লাগছে। পরিবারের কথা চিন্তা করেই এবারে ভোটে দাঁড়িয়েছি।’
advertisement
আরও পড়ুন: দোস্তিপুর থেকে উদ্ধার হল তিল কাছিম! বিরল প্রাণীকে নিয়ে শোরগোল
অন্যদিকে দেখা গেল একই পরিবারের সাতজন এবারে নির্বাচনে দাঁড়িয়েছেন। ভোটের সময় এই পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে। তারাও ভোটের ডিউটি এড়ানোর জন্য, পাশাপাশি, ওই অনুষ্ঠানে শামিল হওয়ার সুযোগ মিলবে বলেই এই পরিবারের এতজন সদস্য মিলে এবারে ভোটে দাঁড়িয়েছেন।এছাড়াও বাড়িতে রয়েছেন শয্যাশায়ী অসুস্থ মা। ভোটের ডিউটিতে গেলে তাকে দেখার অসুবিধা হবে। এটাও ভোটে দাঁড়ানোর একটি কারণ। এই ঘটনা সামনে আসেই নানান অজুহাত দেখালেন পাল পরিবারের সদস্যরা।
Annanya Dey