আরও পড়ুন: সাপের আতঙ্ক ঘোচাতে শিবির
ঠিক হয়েছে এনডিআরএফ-এর এই দলটি এবার থেকে প্রতি বর্ষায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় নজর রাখবে। জেলার যে কোনও স্থানে বিপর্যয় দেখা দিলেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়বেন তাঁরা। প্রতিবছর বর্ষার সময় টানা বৃষ্টিতে ভুটানের পাহাড় থেকে প্রবল বেগে জল নেমে এসে আলিপুরদুয়ারের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি তৈরি করে। এইভাবেই ১৩ জুলাই পানা নদীর জল মেচপাড়া চা বাগানে প্রবেশ করায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আটকে পড়েন এলাকার বাসিন্দারা। বায়ুসেনার জওয়ানরা এসে তাঁদের উদ্ধার করেন। এই ঘটনার পরই জেলা প্রশাসনের তরফে কেন্দ্রকে চিঠি লিখে এনডিআরএফের একটি দলকে জেলায় পাঠানোর আর্জি জানানো হয়।
advertisement
জেলা প্রশাসনের সেই আর্জি মেনে নিয়েছে কেন্দ্র। এই বিষয়ে এনডিআরএফ আধিকারিক ও টিম কমান্ডার নিরাজ লিম্বু জানান, বর্ষাকালে এই জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এবার থেকে প্রতি বছর এই সময়টা আমরা জেলাতেই থাকব।
অনন্যা দে