এ দিন চিলাপাতা জঙ্গলের বানিয়া নদীতে পিকনিক করতে এসে মৃতদেহ দেখা যায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে সোনাপুর ফাঁড়ির পুলিশ এসে পৌঁছয়। বনকর্মীরা এলাকায় পৌঁছয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুনঃ নামখানায় বাস থেকে নামতেই লুটিয়ে পড়লেন, গঙ্গাসাগরে এসে ভিনরাজ্যের প্রৌঢ়ের মৃত্যু
advertisement
পিকনিক করতে আসা এক যুবক জানান, "রান্নার জল নেওয়ার জন্য নদীতে গিয়েছিলেন। সেই সময় এক মহিলা নদীতে দেহ দেখতে পান। এরপর তাঁর চিৎকারেই সকলে একত্রিত হয়ে যান। পুলিশের কাছে খবর পৌঁছলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।"
পুলিশের অনুমান ওই ব্যক্তিকে খুন করে নদীতে ফেলেছে কেউ বা কারা।গতকাল রাতেই হয়ত এই ঘটনা ঘটেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলবে।এ দিকে পিকনিক স্পটের সুরক্ষা নিয়ে উঠছে নানা প্রশ্ন। পিকনিক করতে আসা সকলেই চাইছেন পিকনিক স্পটে পুলিশের নজরদারি। না হলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।
Annanya Dey