আরও পড়ুন: এই পুজোয় ধনধান্য অডিটোরিয়াম হাওড়াতেও!
দীপঙ্করের বয়স ১৪ বছর। তার প্রতিমা বানানোর শখ সেই ছোট থেকেই। বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর-২ পঞ্চায়েতের নবনগর এলাকায়। দীপঙ্করের দুর্গা তৈরির কাজ প্রায় শেষের পথে। এর আগে বিশ্বকর্মা, লক্ষ্মী, কালী প্রতিমাও বানিয়েছে সে। জানা গিয়েছে, পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার পর স্কুলের সামনে এক প্রতিমা তৈরির কারখানায় টিফিন টাইম কাটত দীপঙ্করের। পেশাদার মৃৎশিল্পীদের কাজ দেখে প্রতিমা বানাতে শিখেছে সে।সেই থেকেই নিজের ভাবনায় প্রতিমা তৈরি করে।
advertisement
এই প্রসঙ্গে দীপঙ্কর জানিয়েছে, সে এই প্রথম দুর্গা প্রতিমা তৈরি করল। এই প্রতিমা পুজোও করবে। প্রায় এক মাস সময় লেগেছে মাটি-খড় দিয়ে এই দুর্গা প্রতিমা বানাতে। এই কাজে পরিবারের সকলেই তাকে সহযোগিতা করেছে। এই কিশোর নিপুণ হাতে সিংহ থেকে অসুর সকলকে ফুটিয়ে তুলেছে। ক্ষুদে হাতের এই কামাল দেখে অবাক সকলে।
অনন্যা দে